গত দুইবার যেসব করদাতা নিরীক্ষায় পড়েছিলেন, এবার তাঁরা বাদ

জাতীয় রাজস্ব বোর্ড এ বছর ১৫ হাজার করদাতার রিটার্ন নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে, তবে গত দুই বছরে নিরীক্ষায় পড়া করদাতারা এবার থাকছেন না।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ২০২৩-২৪ করবর্ষে যেসব করদাতার আয়কর রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে, সেখানে গত দুই বছর যাঁরা নিরীক্ষার আওতায় এসেছিলেন, তাঁদের বাদ দেওয়া হয়েছে।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, একই করদাতার রিটার্ন যাতে বারবার নিরীক্ষার আওতায় না আসে, সেই লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ২০২১-২২ এবং ২০২২-২৩ করবর্ষে নিরীক্ষার আওতায় পড়া করদাতারা এবার এই প্রক্রিয়ার বাইরে থাকবেন।
এনবিআর আরও জানায়, দৈবচয়ন পদ্ধতিতে দেশের সব কর অঞ্চল থেকে ২০২৩-২৪ করবর্ষের জন্য মোট ১৫ হাজার ৪৯৪টি আয়কর রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। নিরীক্ষার মাধ্যমে জমাকৃত হিসাব, কাগজপত্র ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হবে। প্রয়োজনে কর কর্মকর্তারা প্রমাণপত্রও চাইতে পারেন।
তবে এনবিআর বলছে, কর নিরীক্ষা যেন হয়রানিমূলক না হয়, সেদিকে তারা সজাগ। রিটার্ন নিরীক্ষার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এবার ঝুঁকিভিত্তিক নির্বাচন পদ্ধতি চালু করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেসব রিটার্ন অফলাইনে দাখিল হয়েছে, সেগুলোর তথ্য এখনও পুরোপুরি ডেটাবেইজে অন্তর্ভুক্ত করা হয়নি। তাই নিরীক্ষা কার্যক্রম চালু রাখার স্বার্থে আপাতত প্রতিটি কর সার্কেল থেকে দাখিল করা রিটার্নের দশমিক ৫ শতাংশ রিটার্ন ডিজিটাল দৈবচয়ন পদ্ধতিতে নিরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে।