গোপালগঞ্জে হামলার প্রতিবাদে এনসিপির দেশজুড়ে কর্মসূচি

সারাদেশে বিক্ষোভে নামছে এনসিপি, দাবি ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। একইসঙ্গে, ঘটনার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে এনসিপি।
বুধবার (১৬ জুলাই) খুলনায় এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, “মুজিববাদী সন্ত্রাসীরা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা চালিয়েছে। জাতীয় নাগরিক পার্টি এবং গণঅভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় তারা হামলা করেছে।”
নাহিদ ইসলাম আরও বলেন, “আওয়ামী লীগ বহুদিন ধরে পরিকল্পনা করে এ ঘটনা ঘটিয়েছে। গোপালগঞ্জ এখন ফ্যাসিস্টদের একটি আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে। এই ঘটনার পর সরকারকে শক্ত অবস্থান নিতে হবে। তবে এই ঘটনার মধ্য দিয়ে গোপালগঞ্জে শুধু আওয়ামী লীগই সমাবেশ করতে পারে—এই মিথ ভেঙে দেওয়া হয়েছে।”
তিনি জানান, অন্যান্য জেলার মতো গোপালগঞ্জেও তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে গিয়েছিলেন। কিন্তু প্রশাসন আরও আগে কঠোর হলে এই পরিস্থিতি এড়ানো যেত। প্রশাসনের ভূমিকা নিয়ে সন্দেহ রয়েছে, যা তদন্ত করে দেখতে হবে বলে মন্তব্য করেন তিনি।
গাড়িবহরে হামলার ঘটনায় হতাহতের বিষয়েও বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, “এ ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং ঘটনাস্থলে একজন নিহত হওয়ার খবর শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”