গোপালগঞ্জে হামলা লজ্জাজনক ও প্রশাসনের ব্যর্থতা - ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বলছে, হামলা লজ্জাজনক ও প্রশাসনের ব্যর্থতা।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ বুধবার দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এক বিবৃতিতে এ হামলাকে ‘লজ্জাজনক’ ও ‘প্রশাসনের ব্যর্থতা’ বলে মন্তব্য করেন।
বিবৃতিতে রেজাউল করীম বলেন, "এনসিপির নেতৃত্বে ‘জুলাই অভ্যুত্থান’–এর ধারাবাহিক কর্মসূচির অংশ ছিল গোপালগঞ্জের পদযাত্রা। সেখানে হামলা স্পষ্টভাবে প্রমাণ করে, প্রশাসন ব্যর্থ হয়েছে। এ ঘটনায় গোপালগঞ্জের পুলিশ সুপারসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত।"
তিনি আরও বলেন, “স্বৈরাচারবিরোধী ছাত্রনেতাদের ওপর হামলা চালিয়ে যারা তাদের অবরুদ্ধ করে রেখেছে, তারা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। এসব হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”
বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমির আরও দাবি করেন, “গোপালগঞ্জে হাজার হাজার খুন, গুম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের ছত্রচ্ছায়ায় আজ দেশপ্রেমিক ছাত্রনেতাদের ওপর হামলা হয়েছে। এই ঘটনা শুধু প্রশাসনের ব্যর্থতা নয়, বরং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে চলমান আন্দোলনকে দমন করার ঘৃণ্য চেষ্টা।”
তিনি বলেন, “পতিত ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রের বিচারে ধীরগতি থাকার কারণেই এ ধরনের দুঃসাহস দেখাতে পারছে তারা। শুধু কয়েকজনকে বিচারের আওতায় আনলেই হবে না, বরং সারাদেশে যারা স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িত, তাদের সবাইকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।”