ফয়জুল করীমের ভাষণ: “রাজাকার গালি দেয়ার ভবিষ্যত নেই”

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, আগামী লড়াই হবে হক ও বাতিলের মধ্যে। একদিকে থাকবে চাঁদাবাজ, জালিম এবং ভারতের দালালপন্থী গোষ্ঠী, অন্যদিকে থাকবে দেশপ্রেমিক জনতা ও জালিমদের বিরুদ্ধে লড়ে যাওয়ার পক্ষের মানুষ। তিনি বলেন, ‘যারা এখন রাজাকার বলে গালি দিচ্ছে, ভবিষ্যতে সাধারণ মানুষ তাদেরও প্রত্যাখ্যান করবে।’
আজ বিকেলে ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ডের সিঅ্যান্ডবি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম এ কথা বলেন। তিনি জনগণকে একবার ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যদি তারা আপনার স্বপ্ন পূরণে ব্যর্থ হয়, তাহলে তাদের বিতাড়িত করবেন।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ফয়জুল করীম বলেন, ‘গণতন্ত্র শিখে নিন, তারপর সমালোচনা করুন। বিরোধী দলের কাজ হওয়া উচিত গঠনমূলক সমালোচনা ও অন্যায় চিহ্নিত করা। বিএনপিকে আমি বলব, যারা আমাদের দলের মধ্যে চাঁদাবাজি, ধর্ষণ, মিথ্যাচার, মাদকাসক্তি করে, তাদের নাম ধরিয়ে দিন।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে দেশের জনগণ রাজাকার গালি দেওয়ায় পালিয়ে যেতে হয়েছে। শেখ হাসিনার বাহিনী পাহাড়ের চেয়ে শক্তিশালী ভাবত, কিন্তু তারা পালিয়ে গেছে। বিএনপি যেসব রাজাকারকে স্লোগানে আঘাত করে, তাদেরই ইতিহাসের ভুল বুঝতে হবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ জেলা সভাপতি মাওলানা মামুনুর রশীদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, কেন্দ্রীয় স্বাস্থ্য সম্পাদক অধ্যাপক ডা. নাছির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।