“গত বছরের জুলাই থেকে আমরা জীবনের ভয় করি না”—নাহিদ ইসলাম

রাজবাড়ীতে এনসিপির পথসভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা জীবনের ভয় করি না, সেই গত বছরের জুলাই মাস থেকে। রাজপথে নেমেছি নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য। সেই নতুন দেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব।”
আজ বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী শহরের রেলগেটে শহীদ স্মৃতিস্তম্ভের সামনে এনসিপির পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে বিকেল পাঁচটার দিকে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বড়পুল এলাকায় পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। সেখান থেকে তারা পদযাত্রা শুরু করে ১ নম্বর রেলগেটের শহীদ স্মৃতিস্তম্ভের সামনে পথসভায় অংশ নেন।
পথসভায় নাহিদ ইসলাম বলেন, “আমরা ৫ আগস্টের পরই বলেছি, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়—এটা সন্ত্রাসী সংগঠন এবং ফ্যাসিস্ট মতাদর্শের ধারক। এই মতাদর্শকেও পরাজিত করতে হবে।”
তিনি বলেন, “জুলাই পদযাত্রার অন্যতম লক্ষ্য হলো এলাকাভিত্তিক সমস্যা চিহ্নিত করে তার সমাধান খোঁজা। আমরা রাজনীতি করতে চাই জনগণের সমস্যার সমাধানে। আমরা মনে করি, সমস্যাকে না চিনলে সমাধান সম্ভব নয়।”
সভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “গোপালগঞ্জে আমাদের ওপর হামলার বৈধতা তৈরি করেছে ঢাকায় বসে থাকা কিছু জ্ঞানপাপী ও বুদ্ধিপাপী, যারা মিডিয়ায় এসব প্রচার করছে।”
দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা বলেন, “রাজবাড়ীর স্বাস্থ্যব্যবস্থা ভয়াবহ। সদর হাসপাতালে ন্যূনতম সেবা নেই, রোগীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো জরুরি রোগীদের ফরিদপুরে পাঠাতে হয়। পথেই অনেক রোগী মারা যান। আমরা এমন স্বাস্থ্যব্যবস্থা চাই না—আমরা চাই বিশ্বমানের স্বাস্থ্যসেবা, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার থাকবে।”
পথসভায় সভাপতিত্ব করেন দলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। বক্তব্য দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় সদস্য সাইয়েদ জামিলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
পথসভায় এনসিপির নেতা–কর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন: “মুজিববাদ মুর্দাবাদ”, “আজাদি, আজাদি”, “আপস না সংগ্রাম”, “দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত”, “মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না” ইত্যাদি।