গোপালগঞ্জে রাত ৮টা থেকে কারফিউ, চলবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত

হামলা-সংঘর্ষের জেরে গোপালগঞ্জে আজ রাত থেকে কারফিউ।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় জেলার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আজ বুধবার রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়েছে। কারফিউ চলবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এর আগে দুপুরে এনসিপির পূর্বঘোষিত সমাবেশে প্রথম দফায় হামলা হয়। পরে সমাবেশ শেষে নেতা-কর্মীরা বের হওয়ার সময় আবারও হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।
দফায় দফায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত দুজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার দায় আওয়ামী লীগের। তাঁর দাবি, এ হামলা পরিকল্পিত এবং সরকারপন্থীদের সরাসরি মদদে হয়েছে।