জাতীয় পার্টি ছাড়বেন না, কাউন্সিলে অংশ নেবেন - তিন জ্যেষ্ঠ নেতাসহ ১৬ প্রেসিডিয়াম সদস্য

সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নু জানান, তাঁরা জাতীয় পার্টি ছাড়বেন না।
জাতীয় পার্টির তিন জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মো. মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, তাঁরা দল ছাড়বেন না এবং আসন্ন জাতীয় কাউন্সিলে অংশ নেবেন। গুলশানে এক সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, দলীয় চেয়ারম্যান জি এম কাদের যেভাবে তাঁদের অব্যাহতি দিয়েছেন, তা বেআইনি এবং অগণতান্ত্রিক।
এই সংবাদ সম্মেলনে ১৬ জন প্রেসিডিয়াম সদস্য ছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের আরও ২১ জন নেতা উপস্থিত ছিলেন। তাঁরা দাবি করেন, তাঁরা এখনো স্বপদে বহাল এবং গঠনতন্ত্রের ২০/১(ক) ধারা সংশোধনের দাবিতে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান।
মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমরা জাতীয় পার্টি ভাঙতে দেব না, বরং ঐক্যবদ্ধভাবে কাউন্সিলের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে।’ আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘কাউকে কারণ দর্শানো নোটিশ না দিয়ে সরানো “ন্যাচারাল জাস্টিস”-এর পরিপন্থী।’ তিনি আরও দাবি করেন, মহাসচিব হিসেবে এখনো মুজিবুল হকই বৈধভাবে দায়িত্বে আছেন।
রুহুল আমিন হাওলাদার বলেন, ‘দল ছোট করা, ভাঙনের পথে ঠেলে দেওয়ার রাজনীতিতে আমরা নেই। জি এম কাদেরকে সরাসরি আহ্বান জানাচ্ছি, আসুন ঐক্যবদ্ধ হই।’
রওশন এরশাদ অংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেন, ‘সবাইকে সরিয়ে একা রাজনীতি করা যায় না, এটি একটি দল, কোম্পানি নয়।’
চুন্নু অভিযোগ করেন, তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও কোনো কারণ জানানো হয়নি। তিনি বলেন, ‘আমি এমন কী অপরাধ করেছি, যে আমাকে সাধারণ সদস্যপদ থেকেও বাদ দেওয়া হলো?’
এই অবস্থানকে ঘিরে জাতীয় পার্টিতে বিভাজনের ইঙ্গিত দেখা দিয়েছে। জি এম কাদেরপন্থীরা বৃহস্পতিবার বনানীতে সংবাদ সম্মেলন করে তাঁদের বক্তব্য দেবেন বলে জানা গেছে।