চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

ঢাকায় টানা বৃষ্টিতে সড়কে পানি জমে চলাচলে বিঘ্ন, হোসেনি দালান এলাকা।
দেশের চারটি বিভাগ—ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল—এ আজ বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই প্রবণতা তৈরি হয়েছে।
এরই মধ্যে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। ফেনীতে ২৪ ঘণ্টায় ৪৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ।
বৃষ্টির কারণে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকাগুলোর অনেক সড়কে পানি জমে গেছে। আজ সকালে পুরান ঢাকার হোসেনি দালান এলাকায় তোলা ছবিতে দেখা যায়, জলাবদ্ধতা জনজীবন ব্যাহত করছে।
এদিকে তুরাগ নদে পানি বৃদ্ধি পেয়ে আশুলিয়ার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। সাভার ও আশপাশে নেমে আসা টানা বৃষ্টিতে বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন।
আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী:
৪৪–৮৮ মিলিমিটার বৃষ্টিপাত: ভারী বৃষ্টি
৮৮ মিলিমিটারের বেশি: অতি ভারী বৃষ্টি
বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীতে সাময়িক জলাবদ্ধতা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
আজ সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত রয়েছে।