বালু উত্তোলন নিয়ে বিরোধ, হামলায় রক্তাক্ত বিএনপি নেতা

নরসিংদীতে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নরসিংদীর সদর উপজেলার নজরপুর ইউনিয়নে বিএনপি নেতা আবুল হোসেন সিয়ামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে নজরপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, নজরপুর ইউনিয়নের নদী তীরবর্তী এলাকায় চিহ্নিত সন্ত্রাসী সোহেল সরকার, আলামিন, ইলিয়াস ও তাদের সহযোগীরা অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে আসছে। এ কারণে আশপাশের বাড়িঘর নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে। স্থানীয়রা এ বিষয়ে বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বক্তারা অভিযোগ করে বলেন, ১১ জুলাই ওই সন্ত্রাসীরা নজরপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন সিয়ামের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দিলেও এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি, যা এলাকায় নিরাপত্তাহীনতা তৈরি করেছে বলে জানান বক্তারা। তারা আরও বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। ফ্যাসিস্ট হাসিনা পালালেও তাদের সন্ত্রাসীরা এলাকায় থেকে চাঁদাবাজি করছে।"
বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার, সদস্য সচিব কামরুল পাঠান, যুগ্ম আহ্বায়ক রতন ডাক্তার, সেন্টু মিয়া, সোলাইমান মিয়াসহ অন্যান্য নেতাকর্মীরা।