জলাবদ্ধতা মোকাবিলায় দক্ষিণ সিটিতে রেসপন্স টিম, চালু নিয়ন্ত্রণকক্ষ

জলাবদ্ধতা মোকাবিলায় ঢাকার দক্ষিণ সিটি এলাকায় গঠন করা হয়েছে ওয়ার্ডভিত্তিক রেসপন্স টিম।
রাজধানীতে টানা বৃষ্টির কারণে সম্ভাব্য জলাবদ্ধতা মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) দ্রুত উদ্যোগ নিয়েছে। আজ বুধবার সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিটি ওয়ার্ডে গঠিত হয়েছে জরুরি রেসপন্স টিম, পাশাপাশি চালু করা হয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ।
আবহাওয়া অফিস জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করা একটি লঘুচাপের কারণে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবণতা কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
এই পরিস্থিতিতে জলাবদ্ধতা কমাতে ওয়ার্ডভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন বলে জানিয়েছে ডিএসসিসি। যে কোনো এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিলে তা দ্রুত সমাধানের লক্ষ্যে চালু করা হয়েছে নিয়ন্ত্রণকক্ষের হটলাইন (০১৭০৯৯০০৮৮৮)—যেখানে নাগরিকরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন।
ডিএসসিসি জানিয়েছে, নাগরিক দুর্ভোগ কমাতে তারা সার্বক্ষণিক তৎপর রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী কার্যক্রম জোরদার করা হবে।