স্বাধীন রাষ্ট্র না পেলে অস্ত্র ছাড়বে না হামাস

হামাস যোদ্ধাদের ফাইল ছবি: রয়টার্স
স্বাধীন ও পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে সশস্ত্র প্রতিরোধ পরিত্যাগ করবে না বলে পুনরায় সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে হামাস তাদের এই অবস্থান পুনর্ব্যক্ত করে। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।
বিবৃতিতে বলা হয়, “স্বাধীন জাতীয় অধিকারের পূর্ণ পুনঃপ্রতিষ্ঠা ছাড়া আমাদের সশস্ত্র প্রতিরোধ পরিত্যাগ করা সম্ভব নয়। এর মূলে রয়েছে জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা।”
এই ঘোষণা এমন এক সময় এলো, যখন গাজা যুদ্ধ থামাতে ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির লক্ষ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা ভেস্তে গেছে। ওই আলোচনায় মধ্যস্থতা করছিল যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার। সর্বশেষ আলোচনায় ৬০ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব থাকলেও তা নিয়ে দুই পক্ষের মধ্যে কোনো ঐক্যমত্য হয়নি।
হামাসের ভাষ্য, “ইসরায়েল যদি সত্যিকারের স্থায়ী শান্তি চায়, তাহলে প্রথমে ফিলিস্তিনি জনগণের রাষ্ট্রগঠনের অধিকার স্বীকার করতে হবে।”
উল্লেখ্য, গাজা যুদ্ধ শুরু হয় ২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের আকস্মিক হামলার পর। প্রায় ২২ মাস পার করা এ যুদ্ধে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একইসঙ্গে ইসরায়েলি জিম্মিরাও এখনো গাজায় আটক রয়েছেন।