শাহবাগ মোড়ে ‘জুলাই সনদ’-এর দাবিতে অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ‘জুলাই যোদ্ধারা’। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এই অবরোধ শুরু হয়। 'জুলাই সনদ' বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালন করছে সংগঠনটি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর সাংবাদিকদের জানান, “অবরোধের কারণে শাহবাগ মোড়সহ আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।” সাধারণ মানুষ এবং অফিসগামী লোকজনকে ভোগান্তিতে পড়তে দেখা গেছে।
অবরোধস্থলে উপস্থিত আন্দোলনকারীরা বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এই সনদ আমাদের ভবিষ্যতের রূপরেখা।”
জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, আজকের মধ্যে দ্বিতীয় পর্বের আলোচনা শেষ করে জুলাই সনদের চূড়ান্ত খসড়া তৈরি করার চেষ্টা চলছে। তবে এখনো সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষ হয়নি।
জুলাই সনদের খসড়া নিয়ে আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা বলছে, “সনদে উল্লেখিত দুই বছরের মধ্যে সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি আইনি কাঠামোতে আনা না হলে পুরো প্রক্রিয়াই অনিশ্চয়তার মুখে পড়বে।”
অন্যদিকে, বিএনপি জুলাই সনদের খসড়ার সঙ্গে মোটামুটি একমত বলেও জানা গেছে। তারা আশা করছে, এই সনদ একটি কার্যকর রোডম্যাপ হিসেবে কাজ করবে।