জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার সকালে

জামায়াত আমির শফিকুর রহমানের হৃদ্যন্ত্রে পাঁচটি ব্লক, ইউনাইটেড হাসপাতালে শনিবার সকালে অস্ত্রোপচার।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদ্যন্ত্রে বড় ধরনের অস্ত্রোপচার (ওপেন হার্ট সার্জারি) করা হবে শনিবার সকালে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এই অস্ত্রোপচার হবে বলে নিশ্চিত করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে গোলাম পরওয়ার জানান, সকাল সাড়ে সাতটায় আমিরকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে এবং এরই মধ্যে চিকিৎসকেরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন।
চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, শফিকুর রহমানের হৃদ্যন্ত্রের ধমনীতে (আর্টারি) মোট পাঁচটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে তিনটি বড় ব্লক প্রায় ৮৬ শতাংশ, অন্য দুটি যথাক্রমে ৬০ ও ৬৭ শতাংশ। গত ৩০ জুলাই তাঁর এনজিওগ্রাম করার পর এসব ব্লক ধরা পড়ে।
উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় শফিকুর রহমান দুবার মঞ্চে পড়ে যান। এরপর থেকেই তাঁর স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়।
গোলাম পরওয়ার জানান, প্রথমে পরিবারের সদস্য ও দল বিদেশে অস্ত্রোপচারের পরামর্শ দিলেও আমির নিজেই দেশের চিকিৎসকদের ওপর আস্থা রেখে এখানেই চিকিৎসা নিতে সম্মত হন।
জামায়াতের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমিরের সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালের পরিবেশ সুষ্ঠু রাখার স্বার্থে অপ্রয়োজনীয় ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।