হাতাহাতি-লাঠিপেটায় শাহবাগ ছাড়লেন ‘জুলাই সনদ’ দাবিতে অবস্থানকারীরা

‘আসল জুলাই যোদ্ধা’ দাবি করা একদল তরুণ এবং পুলিশের হস্তক্ষেপে শাহবাগ মোড়ে অবস্থানরত আন্দোলনকারীরা অবশেষে তাদের অবরোধ কর্মসূচি থেকে সরে গেছেন। প্রায় দুইদিন ধরে ‘জুলাই সনদ ও ঘোষণাপত্র’-এর দাবিতে চলা অবস্থান কর্মসূচি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তেজনা ও সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর জানান, “বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকা ‘আসল আহতরা’ এসে অবস্থানকারীদের সরিয়ে দিয়েছে। এরপর শাহবাগ মোড়ের চারপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।”
অবরোধকারীরা ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা’র ব্যানারে বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে দাবি জানাচ্ছিলেন। তারা বিভিন্ন স্লোগান দেন, ত্রিপল টানিয়ে জুমার নামাজ আদায় করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
তবে শুক্রবার সন্ধ্যায় নতুন একদল তরুণ ‘আসল জুলাই যোদ্ধা’ পরিচয়ে এসে অবস্থানকারীদের মাইক বন্ধ ও ব্যারিকেড তুলে নিতে বলেন। উভয়পক্ষ একে অপরকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে পরিচয়পত্র দেখতে চান। এর জেরে কয়েক দফা হাতাহাতি ও উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে এবং অবস্থানকারীদের মঞ্চ ভেঙে দেয়।
শাহবাগ অবরোধমুক্ত করতে আসা এক তরুণ বলেন, “তারা শেখ হাসিনার প্ল্যানে মব তৈরি করছিল। আমরা ‘আসল জুলাই যোদ্ধা’। তাই পুলিশের সহায়তায় তাদের সরিয়ে দিয়েছি।”
অন্যদিকে অবরোধকারীদের একজন মো. ইয়াছিন অভিযোগ করেন, “আমাদের পিঠে পুলিশ লাঠি মেরেছে। পিজি হাসপাতাল থেকে আসা একদল আমাদের মঞ্চ ভেঙে দিয়েছে।” আরেক আন্দোলনকারী আব্দুর রহমান জানান, “আমাদের এক বোনের হাত ভেঙে গেছে লাঠির আঘাতে।”
মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ বলেন, “আমাদের উপর একযোগে পুলিশ ও অন্য একটি গ্রুপ হামলা চালিয়েছে। আমরা এখন রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছি। শিগগিরই পরবর্তী কর্মসূচি জানাব।”