পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে অভিযোগ

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা তিনটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে পলাতক অবস্থায় থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম সাংবাদিকদের জানান, “তিনটি মামলার প্রতিটিতেই শেখ হাসিনার নাম রয়েছে। একটি মামলায় ১২ জন, আরেকটিতে ১৭ জন এবং তৃতীয় মামলায় ১৮ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ছেলে জয় এবং মেয়ে পুতুলও।”
বিচারক আগামী ১১ আগস্ট মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।
দুদকের অভিযোগ অনুযায়ী, প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসিক প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে প্রতিজন ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন, যদিও তারা প্রকল্পের যোগ্যতা পূরণ করতেন না।