ছাত্রদলের সমাবেশে যোগ দিতে বিশেষ ট্রেন ভাড়া, খরচ প্রায় ১০ লাখ টাকা

ছাত্র সমাবেশে অংশ নিতে চট্টগ্রাম ছাত্রদলের বিশেষ ট্রেন, ২০ বগিতে দেড় হাজার নেতা-কর্মীর যাত্রা।
চট্টগ্রাম থেকে ঢাকায় ছাত্র সমাবেশে অংশ নিতে জাতীয়তাবাদী ছাত্রদল একটি বিশেষ ট্রেন ভাড়া করেছে। প্রায় ১০ লাখ টাকা খরচে ২০ বগির এই ট্রেনটি আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য ছাত্র সমাবেশে নেতা-কর্মীদের পৌঁছে দেবে।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করেছে ছাত্রদল। এই সমাবেশে অংশ নিতে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলার প্রায় দেড় হাজার নেতা-কর্মী অংশ নেবেন।
রেলওয়ের অনুমোদন অনুযায়ী, ট্রেনটি রোববার সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছাড়বে এবং বেলা ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে একই দিন সন্ধ্যা ৭টায় ট্রেনটি ঢাকায় থেকে চট্টগ্রামের উদ্দেশে ফিরতি যাত্রা করবে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ২০ বগির এই ট্রেনে মোট ১ হাজার ১২৬টি আসন রয়েছে। ট্রেন চলাচল ব্যবস্থাপনায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য রেলওয়ের চট্টগ্রাম ও ঢাকা বিভাগের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তর) সাব্বির আহমেদ জানান, “আমাদের নেতা-কর্মীরা একসঙ্গে যেতে চায়। এত লোক নিয়ে বাসে যাতায়াত করা সম্ভব ছিল না বলেই বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি।”
এর আগে গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশ করে। ওই সমাবেশে অংশ নিতে ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রাজশাহী ও চট্টগ্রাম থেকে চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছিল দলটি, যার মোট খরচ হয়েছিল প্রায় ৩২ লাখ টাকা।
জামায়াতের ট্রেন ভাড়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার পর রেলপথ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে জানায়, বিশেষ ট্রেন পরিচালনায় নিয়ম অনুযায়ীই অনুমোদন দেওয়া হয়েছে এবং কোনো ব্যতিক্রম হয়নি।