মব সৃষ্টির প্রতিবাদে বরিশালে ছাত্রদলের মিছিল

গোপন সংগঠনের মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ নষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
সোমবার বরিশাল নগরীর বিএম কলেজ থেকে মহানগর ছাত্রদলের উদ্যোগে মিছিলটি বের হয়। পরে এটি সিএন্ডবি রোড হয়ে চৌমাথা এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি, সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেক এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্রদলসহ বিএনপি জনগণের অধিকার আদায়ে প্রকাশ্যে রাজনীতি করে আসছে। কিন্তু বর্তমানে একটি গোষ্ঠী গোপন সংগঠনের মাধ্যমে অপতৎপরতা চালিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। তারা দেশে মব তৈরির অপচেষ্টা চালাচ্ছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অস্থিতিশীল করে তুলছে, যার ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
বক্তারা আরও জানান, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছাত্রদল মাঠে রয়েছে এবং এই অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যাবে।