সোহাগ হত্যার প্রতিবাদে মাঠে বিএনপি, পরিবারের পাশে আর্থিক সহায়তা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলটির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি এ সহায়তা প্রদান করেন।
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নির্মমভাবে নিহত ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সহায়তা প্রদান করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি।
রবিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনার পাথরঘাটার কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা হস্তান্তর করা হয়। এ সময় বরগুনা জেলা ও উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সহায়তা গ্রহণের সময় নিহত সোহাগের স্ত্রী লাকি বেগম ও তাদের ছেলে-মেয়েও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত সকলের সামনে সোহাগের স্ত্রী লাকি বেগম বলেন, “একটা মানুষকে কী নির্মমভাবে হত্যা করা হয়েছে আপনারা তা দেখেছেন। আমার মত আর কোনো স্ত্রী যেন এভাবে স্বামীহারা না হয়। আমার ছেলে-মেয়ে আজ বাবাহারা হয়েছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।”
বিএনপি নেতা নুরুল ইসলাম মনি বলেন, “ঢাকায় নির্মমভাবে বরগুনার কাচিড়ার ছেলে সোহাগকে হত্যা করা হয়েছে। ঘটনাটি দেখে তারেক রহমানের চোখ থেকে পানি ঝরেছে। তার নির্দেশনা অনুযায়ী বিএনপি সব ধরনের সহায়তা দিয়ে পরিবারটির পাশে থাকবে।”
তিনি অভিযোগ করেন, “সোহাগ হত্যাকাণ্ডকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল এখন পানি ঘোলা করার চেষ্টা করছে। অনেকে ঘটনাটি বিভিন্নভাবে উপস্থাপন করে ফেসবুক ও ইউটিউবে প্রচার করছেন। এতে কিছু হবে না।”
তিনি আরও বলেন, “আমরা সকল হত্যাকাণ্ডকেই ঘৃণা করি। যদি বিএনপি বা এর অঙ্গসংগঠনের কেউ এমন অপকর্মে জড়িত থাকে, তারও ফাঁসি চাই। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমরা সেই দাবি জানাচ্ছি এবং সোহাগের পরিবারের পাশে আছি ও থাকব।”
উল্লেখ্য, প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে লালচাঁদ সোহাগের সঙ্গে অভিযুক্তদের দ্বন্দ্ব শুরু হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে দেয় তারা। এরপর গত বুধবার বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে সোহাগকে আটকে রাখা হয় এবং দফায় দফায় চাঁদা দিতে চাপ দেওয়া হয়। শেষ পর্যন্ত জনসম্মুখে পাথর দিয়ে আঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।