যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনা চায় বাংলাদেশ সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে ফের আলোচনায় বসবে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্কের হার কমানো নিয়ে আবারও আলোচনায় বসতে চায় বাংলাদেশ। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে সময় চাওয়া হয়েছে এবং সরকার এখন তৃতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে।
আজ সোমবার বিকেলে রাজধানীর সচিবালয়ে অর্থনীতিবিদ, গবেষক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, ৯ থেকে ১১ জুলাই যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বাংলাদেশি প্রতিনিধিদল মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে এবং দেশে ফিরে এসে এই উদ্যোগের অংশ হিসেবে অংশীজনদের মতামত নেওয়া হয়েছে।
বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, অ্যাপেক্স ফুটওয়ারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ, র্যাপিডের চেয়ারম্যান আবদুর রাজ্জাকসহ অনেকে উপস্থিত ছিলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফা আলোচনার প্রস্তুতি চলছে। আমাদের লক্ষ্য যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশে সুবিধা ধরে রাখা এবং যৌক্তিক শুল্কহার নিশ্চিত করা।"
তবে বেশ কিছু প্রশ্নের উত্তর না দিয়ে বাণিজ্য উপদেষ্টা জানান, এ বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (গোপনীয়তা চুক্তি) থাকায় সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
ব্রিফিংয়ের শুরুতে বাণিজ্যসচিব মো. মাহবুবুর রহমান বলেন, "যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য সম্ভাব্য বড় ধরনের অভিঘাত। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা বিভিন্ন পক্ষের মতামত নিয়েছি।"
উল্লেখ্য, গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্র বিশ্বের ৬০টি দেশের ওপর বিভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। পরে ৭ এপ্রিল সেটি তিন মাসের জন্য স্থগিত করা হয়, যার মেয়াদ ছিল ৯ জুলাই পর্যন্ত। তবে গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে জানান, ১ আগস্ট থেকে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হবে।