মোহাম্মদপুর-আদাবরের আলোচিত ‘আয়েশা গ্রুপ’-এর প্রধান গ্রেপ্তার: র্যাব

সাভার থেকে গ্রেপ্তার আয়েশা ও তাঁর সহযোগীর কাছ থেকে ছয়টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে র্যাব-২।
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত ‘আয়েশা গ্রুপ’-এর প্রধান মো. আসাদ ওরফে আরশাদ ওরফে আয়েশা (৩৫) এবং তাঁর সহযোগী ইউসুফ (৪০)–কে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-২ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে ঢাকার সাভারের ভাকুর্তা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ছয়টি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তার আয়েশা কুখ্যাত ‘কবজিকাটা গ্রুপ’-এর সহযোগী এবং শীর্ষ সন্ত্রাসী কবজিকাটা আনোয়ারের ঘনিষ্ঠ সহযোগী। দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাই ও লুটপাট চালিয়ে আসছিলেন তিনি। দিনে জনশূন্য এলাকায় পথচারীদের জিম্মি করে ছিনতাই এবং রাতে বাসাবাড়ি ও চলন্ত যানবাহনে ডাকাতির ঘটনা ঘটাতেন।
সম্প্রতি আদাবর এলাকায় মাদক কারবারকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে জখম করেন আয়েশা। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এরপর আদাবর থানায় ৩০ জুন তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়।
র্যাব আরও জানিয়েছে, আয়েশার বিরুদ্ধে হত্যা, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি ও চুরিসহ অন্তত সাতটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, রাজমিস্ত্রি হিসেবে তাঁর কর্মজীবন শুরু হলেও পরে কবজিকাটা আনোয়ারের সঙ্গে যুক্ত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় হন।
র্যাব-২ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্য যাচাই–বাছাই করা হচ্ছে এবং সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।