রোববার ৩১ আগস্ট ২০২৫, ভাদ্র ১৬ ১৪৩২, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ডিআরইউ হামলা: পিস্তল-লাঠিসোঁটা নিয়ে হামলার ৮ জন পেলেন জামিন

 প্রকাশিত: ২৩:১৫, ১৩ জুলাই ২০২৫

ডিআরইউ হামলা: পিস্তল-লাঠিসোঁটা নিয়ে হামলার ৮ জন পেলেন জামিন

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আট আসামিকে জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত।

রবিবার (১৩ জুলাই) উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আসামিরা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক মোস্তাফিজুর রহমান তাদের দুই হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্ত আসামিরা হলেন—আদর আক্তার, উদয় হাসান, হৃদয়, ইমু, কামাল, অন্তরা, রানা ও রতন। তারা সবাই গত ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন।

শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক মো. জিন্নাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ মে রাতের আঁধারে প্রায় ৫০ জন সন্ত্রাসী পিস্তল, দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে ডিআরইউ চত্বরে হামলা চালায়। হামলাকারীদের মধ্যে জাকির হোসেন, বিউটি খাতুন, আদর আক্তার, উদয় হাসান, হৃদয়, অন্তরা, ইমু, রানা, কামাল ও রতনের নাম উল্লেখ করা হয়েছে।

হামলায় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, দফতর সম্পাদক রফিক রাফি, সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মহিন, মফিজুল সাদিকসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরদিন (২২ মে) ডিআরইউ প্রশাসনিক কর্মকর্তা সোলাইমান হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ জনের বিরুদ্ধে মামলা করেন।