পুরোনো খেলায় নয়, নিয়ম বদলেই রাজনীতি চান নাহিদ ইসলাম

চাষাঢ়ায় এনসিপির পথসভায় পুরোনো রাজনৈতিক পদ্ধতির বিরুদ্ধে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম।
নারায়ণগঞ্জের চাষাঢ়া গোলচত্বর এলাকায় এক পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা খেলব না। এই পুরোনো খেলায় অংশ নেব না। খেলার নিয়ম বদলাতে হবে।’
আজ শুক্রবার বিকেলে আয়োজিত সভায় নাহিদ বলেন, ‘এই নারায়ণগঞ্জ শহরই মাফিয়াতন্ত্র, পরিবারতন্ত্র ও গডফাদারতন্ত্রের সবচেয়ে বড় উদাহরণ। বছরের পর বছর কিছু পরিবার ব্যবসা ও রাজনীতিতে দখলদারি, চাঁদাবাজি, খুন ও সন্ত্রাসের মাধ্যমে জনগণের অধিকার হরণ করেছে।’
তিনি আরও বলেন, ‘গণ–অভ্যুত্থানের পরও নারায়ণগঞ্জে খেলা বন্ধ হয়নি। তাই আরেকটি অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকতে হবে।’
পথসভায় নাহিদ ইসলাম আরও বলেন, ‘আওয়ামী লীগের দখলদার, মাফিয়াতন্ত্রের রাজনীতি এখনো বিদ্যমান। শহীদ ও আহতদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জকে এসবের হাত থেকে মুক্ত করে জনতার শহরে পরিণত করতে হবে।’
গোপালগঞ্জে এনসিপির কর্মীদের ওপর হামলার বিষয়ে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যাঁরা খুনিদের পক্ষ নিয়ে কথা বলছেন, তাঁরা আওয়ামী লীগের ডেডলিস্টে নেই। আমরা যারা আছি, তাদের জন্য আওয়ামী লীগের পুনর্বাসন মানেই মৃত্যুর পরোয়ানা।’
তিনি আরও বলেন, ‘আপনারা ব্যবসা ও রাজনীতির নামে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছেন। আমরা সেই পথ চলি না।’
সভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, যিনি আওয়ামী লীগকে ‘ভারতীয় দল’ বলে মন্তব্য করে বলেন, এ দেশের মাটিতে তাদের আর রাজনীতি করার সুযোগ নেই।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ্ আল আমিন এবং সঞ্চালনায় ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সংগঠকরা।