সচিবালয়ে সংঘর্ষ ও ভাঙচুর: গ্রেপ্তার ৪ শিক্ষার্থী কারাগারে

মাইলস্টোন দুর্ঘটনার পর পরীক্ষা স্থগিতের প্রতিবাদে সচিবালয়ে ঢুকে সহিংসতা, দায়ের মামলায় এক হাজারের বেশি শিক্ষার্থী আসামি
সচিবালয়ের প্রধান ফটক ভাঙচুর এবং ভেতরে প্রবেশসহ সহিংস বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার চার শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। পুলিশের আবেদনের ভিত্তিতে তাঁদের কারাগারে পাঠানো হয়।
কারাগারে পাঠানো শিক্ষার্থীরা হলেন—আশিকুর রহমান তানভীর (১৯), জেফরী অভিষেক সিকদার (১৯), আবু সুফিয়ান (২১) ও শাকিল মিয়া (১৯)। পুলিশের ভাষ্য অনুযায়ী, শাহবাগ থানায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
আদালতে হাজির করে তাঁদের আটক রাখার আবেদন করে পুলিশ। অন্যদিকে, আসামিপক্ষ জামিন আবেদন করে জানায়, অভিযুক্তদের কেউ কেউ দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং তাঁরা ভাঙচুরে জড়িত ছিলেন না। তবে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগসহ কয়েকটি দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সচিবালয়ের ফটক ভাঙচুর, গাড়ি ভাঙচুর এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে মঙ্গলবার। ওই দিন বিকেলে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ শুরু করে এবং একপর্যায়ে ভেতরে প্রবেশ করে অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করে। পুলিশ ও সেনা সদস্যরা অভিযান চালিয়ে শিক্ষার্থীদের বের করে দেয়। সংঘর্ষ চলাকালে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।
বিক্ষোভ চলাকালে পুলিশ, সেনা সদস্য ও অন্তত ৭৫ শিক্ষার্থী আহত হন। আহত শিক্ষার্থীদের মধ্যে অনেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
উল্লেখ্য, সোমবার রাতে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত এবং দেড় শতাধিক আহত হন। ওই ঘটনার পর গভীর রাতে পরদিনের এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তা থেকেই বিক্ষোভের সূত্রপাত হয়।