মাহরীন চৌধুরীর কবরে জেলা প্রশাসনের শ্রদ্ধা

শিক্ষক মাহরীন চৌধুরীর কবরে ফুল দেন ডিসি ও এসপি।
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সাহসিকতার সঙ্গে শিক্ষার্থীদের রক্ষা করে প্রাণ হারানো শিক্ষক মাহরীন চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়েছে নীলফামারীর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
বুধবার দুপুরে জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি চৌধুরীপাড়া পারিবারিক কবরস্থানে মাহরীনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক বলেন, ‘মাহরীন চৌধুরীর সাহসিকতা আমাদের গর্বিত করেছে। তাঁর আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা।’
পুলিশ সুপার বলেন, ‘তিনি ছিলেন মানবিক, সাহসী ও অনুকরণীয় এক শিক্ষক। তাঁর ত্যাগ জাতি স্মরণ রাখবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু সাজ্জাদ হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা।
মাহরীন চৌধুরীর বাড়ি জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায়। গতকাল মঙ্গলবার বিকেলে মা–বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়। তিনি বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন। তাঁর বাবা মহিতুর রহমান চৌধুরী ২০১৪ সালে এবং মা ছাবেরা চৌধুরী ২০২০ সালে মৃত্যুবরণ করেন। মাহরীনের এক ভাই, এক বোন রয়েছেন।