বাগমারা বিদ্যালয়ের নতুন নাম ‘শহীদ জিয়া’

নাম পরিবর্তনে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন।
আন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী খুলনার সদর উপজেলার বাগমারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নামকরণ অনুযায়ী এখন থেকে প্রতিষ্ঠানটির নাম হবে ‘শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়’।
সোমবার (২১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক স্মারকে এ তথ্য জানানো হয়।
শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার শেখ পরিবার ও আওয়ামী লীগ–সংশ্লিষ্ট নামযুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ নেয়। পাশাপাশি কিছু প্রতিষ্ঠানের শ্রুতিকটু নামও সংশোধন করা হচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই বাগমারা বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো।
নাম পরিবর্তনের বিষয়ে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় এবং যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। স্মারকে বলা হয়, উল্লিখিত প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জন্য বোর্ডের প্রস্তাব অনুসারে মন্ত্রণালয়ের সম্মতি প্রদান করা হলো।