ঢাবিতে ক্যানসার আক্রান্ত ছাত্রের জন্য চ্যারিটি কনসার্ট

চূড়ান্ত সাহার চিকিৎসা সহায়তায় টিএসসিতে কনসার্ট ও আর্টক্যাম্প আয়োজন করে ঢাবির শিক্ষার্থীরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যানসার আক্রান্ত শিক্ষার্থী চূড়ান্ত সাহার চিকিৎসার সহায়তায় আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজন করা হয় চ্যারিটি কনসার্ট ও আর্টক্যাম্প। আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
চূড়ান্ত সাহা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থী। তিনি একজন কবি, সাংস্কৃতিক সংগঠক ও মঞ্চাভিনেতা। সাহিত্যচর্চায় সক্রিয় এই শিক্ষার্থীর দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে—‘বৈকুণ্ঠ হঠাৎ করে চিৎকার করে—কেউ আছো?’ (২০১৯) এবং ‘পরোক্ষ যাত্রী ও তিনটি কবিতা’ (২০২৫)।
২০২৪ সালের অক্টোবরে তাঁর শরীরে ‘সাইনোনাসাল কার্সিনোমা’ (Sinonasal Carcinoma) নামের বিরল ক্যানসার ধরা পড়ে, যা নাক, চোখ ও চোয়ালের দিকে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই তিনি ভারতের বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে চিকিৎসাধীন।
প্রথম ধাপের কেমোথেরাপি, রেডিয়েশনসহ চিকিৎসায় ইতিমধ্যে খরচ হয়েছে প্রায় ২৬ লাখ টাকা, যা তাঁর পরিবার সংগ্রহ করেছে নানা কষ্টে। এখন দ্রুত চোখ ও চোয়ালে অস্ত্রোপচার এবং পরবর্তী কেমো ও ইমিউনোথেরাপি চালাতে প্রয়োজন আরও ৪০ লাখ টাকার বেশি।
এই তহবিল সংগ্রহেই অনুষ্ঠিত হয় চ্যারিটি কনসার্ট। চূড়ান্ত সাহার বন্ধু ও সহপাঠীরা দেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন—একজন সম্ভাবনাময় শিক্ষার্থীকে বাঁচাতে সবাই যেন এগিয়ে আসে।