২০ বছরের মধ্যে সবচেয়ে কম এডিপি বাস্তবায়ন

২০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন, রাজনৈতিক অস্থিরতা ও প্রকল্প বাধার কারণ উল্লেখ। স্বাস্থ্য বিভাগ সবচেয়ে কম কার্যকর।
২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন গত ২০ বছরের মধ্যে সবচেয়ে কম হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ সময়কালে মাত্র ৬৮ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে।
বিদায়ী অর্থবছরে সংশোধিত এডিপির আকার ছিল ২ লাখ ২৬ হাজার ১৬৫ কোটি টাকা, যার মধ্যে বছর শেষে মাত্র ১ লাখ ৫২ হাজার ৪৫০ কোটি টাকা খরচ হয়েছে। এর ফলে বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ৬৭.৮৫ শতাংশ।
পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত বছরের রাজনৈতিক অস্থিরতা, ছাত্র-জনতার আন্দোলন এবং কারফিউয়ের কারণে প্রকল্প কাজ প্রায় থমকে গিয়েছিল। এ ছাড়া প্রকল্প পরিচালকদের বদল এবং ঠিকাদারদের পলাতক হওয়াও কাজের ব্যাঘাত ঘটিয়েছে।
গত অর্থবছরে আগের বছরের তুলনায় প্রায় ৫২ হাজার কোটি টাকা কম খরচ হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে ২ লাখ ৫ হাজার ১১৮ কোটি টাকা খরচ হয়েছিল।
বিভিন্ন বিভাগের মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এডিপি বাস্তবায়ন সবচেয়ে খারাপ হয়েছে, মাত্র ১৫ শতাংশ। ১৫টি প্রকল্পের বরাদ্দ ২ হাজার ২৮৩ কোটি টাকার মধ্যে মাত্র ৩৫০ কোটি টাকা খরচ হয়েছে। এছাড়া স্বাস্থ্যসেবা বিভাগ (২১%), নির্বাচন কমিশন সচিবালয় (৩২%), সরকারি কর্ম কমিশন (৩৭%) এবং ভূমি মন্ত্রণালয় (৩৭%) এর কার্যক্রমও কম দক্ষতার পরিচায়ক।
অন্যদিকে বিদ্যুৎ বিভাগ তাদের বরাদ্দের ৯৮ শতাংশ অর্থ সঠিকভাবে খরচ করেছে, যা সবচেয়ে ভালো ফলাফল।