বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫, কার্তিক ২২ ১৪৩২, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

জনসংযোগের সময় গুলিবিদ্ধ চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ পাঁচ ব্যাংক অকার্যকর ঘোষণা, ভেঙে দেওয়া হলো পর্ষদ মূল্যস্ফীতি কমে ৮.১৭%, ৩৯ মাসের সর্বনিম্ন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০ মৃত্যু মাইলস্টোন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা সিআরআই জালিয়াতি : জয়, পুতুলসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা পদ ছেড়ে ভোট করবো: অ্যাটর্নি জেনারেল এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: নাহিদ ইসলাম নাসার নজরুল কাঠগড়ায় বসতে চাইলেন টুল ভাল্লুকের আক্রমণের পর সেনা মোতায়েন করল জাপান চীনকে লক্ষ্য করে ফেন্টানাইল-সম্পর্কিত শুল্ক কমানোর আদেশে ট্রাম্পের স্বাক্ষর চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত খাগড়াছড়ির মহালছড়ি বাজারে আগুনে পুড়ল ২৩ দোকান বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি টাইফুন কালমায়েগির তাণ্ডব, ফিলিপিন্সে অর্ধ শতাধিক মৃত্যু

ইসলাম

আল্লাহর সন্তুষ্টি লাভের সহজ উপায়

আল্লামা মনযুর নোমানী রহঃ

 প্রকাশিত: ১০:২০, ১৩ সেপ্টেম্বর ২০২৩

আল্লাহর সন্তুষ্টি লাভের সহজ উপায়

আল্লাহ পাকের সন্তুষ্টি এবং পরকালের মুক্তির জন্য বক্ষমাণ পুস্তুকের আলোচিত বিশটি পাঠ –ইনশাআল্লাহ- যথেষ্ট। এখানে কয়েক ছত্রে পুরো কিতাবের সারাংশ তুলে ধরা হচ্ছে। যাতে মনে রাখা এবং আমল করা সহজ হয়।

১। ইসলামের প্রথম শিক্ষা এবং আল্লাহ পাকের সন্তুষ্টি ও জান্নাত লাভের প্রথম শর্ত হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ বলে ঈমান আনা এবং এর দাবীর উপর অবিচল থাকা।

২। অত্যাবশ্যক পরিমাণ ধর্মীয় বিধিবিধান শিখে নেয়া এবং সেগুলির উপর আমল করা।

৩। ফরজ ইবাদতসমুহ আদায় করা এবং মানুষের হকগুলো আদায় করা।

৪। আদব-কায়দয় ও স্বভাব-চরিত্রে ভালো থাকা।

৫। কখনো গোনাহ হয়ে গেলে তওবা করা এবং কোনো ব্যক্তির সাথে বাড়াবাড়ি হয়েগেলে বদলা দিয়ে কিংবা মাফ চেয়ে মিটমাট করা।

৬। দুনিয়ার সবকিছু থেকে আল্লাহ ও তার রাসুলকে অধিক মুহাব্বত করা।

৭। দ্বীনের দাওয়াত, খেদমত ও দ্বীন প্রতিষ্ঠার মেহনতের সঙ্গে যুক্ত থাকা।

৮। সমস্ত গোনাহ বিশেষত চুরি, ঘুশখোরি, মিথ্যা, ব্যভিচার, অবৈধ ব্যবসা-বাণিজ্য, হিংসা-পরশ্রীকাতরতা ইত্যাদি কবীরা গোনাহসমুহ থেকে বেঁচে থাকা।

৯। তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা এবং প্রতিদিন কিছু পরিমান যিকির ও তেলাওয়াতের অভ্যাস গড়ে তোলা। যেমন কালিমায়ে তামজীদ, তাসবীহে ফাতেমী, দরুদ শরীফ ইত্যাদি পাঠ করা। এর বেশি যিকির করতে চাইলে কোনো যোগ্য ব্যক্তির পরামর্শ নেওয়া।

১০। আলেম-উলামা, পীর-মাশায়েখ তথা ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা পোষণ করা। তাদেরকে ভালোবাসা এবং তাদের সান্নিধ্য গ্রহণ করা। মূলত যারা আল্লাহর নেক বান্দাদের সোহবত পায়, ধীরে ধীরে তাদের মাঝে দ্বীনের সব আমলই এসে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তাওফীক দান করুন, আমীন।

মুসলিম বাংলা