আনচেলত্তির ব্রাজিল দলে ফিরতে কতটা প্রস্তুত নেইমার

চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন নেইমার—লক্ষ্য আনচেলত্তির ব্রাজিল দলে জায়গা।
আবারও ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন নেইমার।
নেইমার ও চোট—দুই শব্দ যেন আজকাল একে অপরের সমার্থক হয়ে উঠেছে। ক্যারিয়ারের বড় একটা সময়ই কাটছে চোটের সঙ্গে লড়াইয়ে। কেউ কেউ তাঁকে এখন ‘ব্রাজিলের দুঃখ’ বলতেও ছাড়েন না। অথচ একসময় তিনিই ছিলেন রোনালদো নাজারিওর পর ব্রাজিলের ফুটবলের সবচেয়ে বড় আশার নাম।
তবে ব্যক্তিগত সাফল্যের ঘর একেবারে খালি নয়। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার জায়গা এখন নেইমারের দখলে। কিন্তু এসব গোল দলীয় সাফল্যে খুব বেশি অবদান রাখতে পারেনি।
২০২২ বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়েরও অন্যতম সাক্ষী নেইমার। সামনে ২০২৬ বিশ্বকাপ তাঁর জন্য হয়তো শেষ সুযোগ কিছু করে দেখানোর। তবে সে জন্য দরকার পূর্ণ ফিটনেস আর ধারাবাহিক খেলার সুযোগ—যা এখন তাঁর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এদিকে কার্লো আনচেলত্তি দায়িত্ব নিচ্ছেন ব্রাজিল দলের কোচ হিসেবে। বিশ্বজুড়ে প্রশংসিত এই ইতালিয়ান কোচ আগামী ২৬ মে বিশ্বকাপ বাছাইয়ের জন্য নিজের প্রথম স্কোয়াড ঘোষণা করবেন। নেইমার এখন সেদিকেই তাকিয়ে।
তবে তার আগে ফিরতে হবে নিজের ক্লাব সান্তোসের স্কোয়াডে। সে লক্ষ্যেই কঠোর পরিশ্রম করছেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশীলনের ভিডিও প্রকাশ করে তিনি বুঝিয়ে দিয়েছেন, দলে ফেরার জন্য কতটা নিবেদিত তিনি।
কোপা দো ব্রাজিলের ম্যাচে সান্তোস আগামী শুক্রবার ভোরে মুখোমুখি হবে সিআরবির। সেই ম্যাচ দিয়েই মাঠে ফেরার লক্ষ্য নেইমারের। গ্লোবোর খবর বলছে, তিনি অনুশীলনে ফিরেছেন এবং বাঁ উরুর চোট থেকেও সেরে উঠেছেন। তবে তাকে দেখা যেতে পারে বদলি খেলোয়াড় হিসেবে।
যদি সান্তোসে ফেরেন, তবে জাতীয় দলে ফেরা অনেকটাই সহজ হয়ে যাবে নেইমারের জন্য। আনচেলত্তিও ইতিমধ্যে তাকে প্রাথমিক স্কোয়াডে রাখার বার্তা দিয়েছেন।
ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে দেখা গেছে, নেইমার বিভিন্ন জায়গা থেকে শট নিচ্ছেন, আত্মবিশ্বাসী দেখাচ্ছে তাকে। এখন প্রশ্ন হলো, এই আত্মবিশ্বাস ধরে রেখে নেইমার আনচেলত্তির ব্রাজিল দলে নিজেকে পুরোপুরি প্রস্তুত করে তুলতে পারেন কি না—সেটাই দেখার বিষয়।