‘শাপলা’ প্রতীক না পেলে রাজনৈতিক লড়াইয়ের হুঁশিয়ারি এনসিপির

নির্বাচনী প্রতীক ‘শাপলা’ দাবি করে নির্বাচন কমিশনে নতুন আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ বরাদ্দ না পেলে রাজনৈতিকভাবে লড়াইয়ের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘শাপলা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। আইনি দিক দিয়ে দেখেছি, এই প্রতীক পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা আসে, তাহলে আমরা রাজনৈতিকভাবে এর মোকাবিলা করব।’
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশনের (ইসি) কিছু সদস্য নিরপেক্ষতা হারিয়ে দলীয় অবস্থান নিচ্ছেন। তাঁর দাবি, “নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। সেইসঙ্গে ইসি গঠনের বর্তমান আইনেও পরিবর্তন আনতে হবে।” তবে যেসব সদস্য ইতিবাচক ভূমিকা রেখেছেন, তাঁদের রাখার পক্ষে মত দেন তিনি।
সিইসির সঙ্গে এই বৈঠকে অংশ নেন এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধিদল। অন্য সদস্যরা হলেন দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ।
বৈঠক শেষে জহিরুল ইসলাম জানান, শাপলা প্রতীক বরাদ্দ চেয়ে কমিশনে নতুন করে আবেদন জমা দিয়েছে এনসিপি। পাশাপাশি, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের ‘নৌকা’ প্রতীক তালিকা থেকে বাতিল করার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে কমিশন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
জাতীয় প্রতীক হিসেবে শাপলা থাকায় এটি কি রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহারযোগ্য—এমন প্রশ্নে জহিরুল ইসলাম বলেন, ‘শাপলা একমাত্র জাতীয় প্রতীক নয়; জাতীয় প্রতীকের আরও উপাদান রয়েছে, যেমন ধানের শীষ, তারকা চিহ্ন ও পাট পাতা, যেগুলোও রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে। আমরা আইনগতভাবে প্রতীক ব্যবহারে কোনো বাধা দেখছি না।’
প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিয়েও বৈঠকে আলোচনা হয়। এনসিপি প্রতিনিধিরা জানায়, কমিশন বিষয়টি বিবেচনায় নেওয়ার আশ্বাস দিয়েছে।
সম্প্রতি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে এনসিপি। এ বিষয়ে জানতে চাইলে দলটি জানায়, নিবন্ধন প্রক্রিয়া এখনো চলমান বলে কমিশন থেকে জানানো হয়েছে।