লাল চাঁদ হত্যায় গ্রেপ্তার ৫, টিটন গাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ হত্যাকাণ্ডে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য টিটন গাজীকে রিমান্ডে নেয়া হয়েছে। মামলা দায়ের করা হয়েছে ১৯ জনকে আসামি করে।
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা মামলায় গ্রেপ্তার মো. টিটন গাজীকে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। শনিবার বিকেলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।
লাল চাঁদ হত্যা মামলায় বর্তমানে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন টিটন গাজী (৩২), মাহমুদুল হাসান মহিন (৪১), তারেক রহমান রবিন (২২), আলমগীর (২৮) ও মনির ওরফে ছোট মনির (২৫)।
পুলিশ ও আদালত সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার মাহমুদুল হাসান মহিনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তিনি বর্তমানে কোতোয়ালি থানা হেফাজতে রয়েছেন। এছাড়া অস্ত্র মামলায় গ্রেপ্তার তারেক রহমান রবিনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে এবং আজ তাকে লাল চাঁদ হত্যার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে।
র্যাবও আলমগীর ও মনিরকে গ্রেপ্তার করেছে; তাদের আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।
গত বুধবার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে সড়কে প্রকাশ্যে একদল ব্যক্তি লাল চাঁদকে নৃশংসভাবে হত্যা করে। ঘটনাস্থলে তাঁকে পিটিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে ইট-পাথর দিয়ে আঘাত করা হয়। পরে তাঁকে বিবস্ত্র করে শরীরের ওপর উঠে লাফানো হয়।
মামলাটি নিহতের বোন মঞ্জুয়ারা বেগম দায়ের করেন। মামলায় মোট ১৯ জনের নাম উল্লেখ রয়েছে, পাশাপাশি অজ্ঞাতপরিচয় ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।