কিম জং-উন রাশিয়ার প্রতি ‘নিঃশর্ত সমর্থন’ ঘোষণা

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে ইউক্রেন যুদ্ধে মস্কোর প্রতিটি পদক্ষেপে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার যে কোনো পদক্ষেপের প্রতি তারা ‘নিঃশর্ত সমর্থন’ জানাবে। মস্কো সফররত লাভরভের সঙ্গে উচ্চপর্যায়ের কৌশলগত আলোচনায় এ প্রতিশ্রুতি দেন কিম, যা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ প্রকাশ করেছে।
তিন দিনের সরকারি সফরে লাভরভ পিয়ংইয়ংয়ে অবস্থান করছেন। ইতোমধ্যেই উত্তর কোরিয়া রাশিয়ার জন্য ইউক্রেন যুদ্ধে সেনা ও অস্ত্র সরবরাহ করেছে এবং সংঘাতের অবস্থা বিবেচনায় আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
উত্তর কোরিয়ার উপকূলীয় ওনসান শহরে লাভরভ ও কিমের বৈঠকের পাশাপাশি রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই পৃথক কৌশলগত আলোচনা করেন। গত বছর সই হওয়া পারস্পরিক অংশীদারিত্ব ও প্রতিরক্ষা চুক্তির পর আরও সহযোগিতার কথা বলা হয়।
সরকারি এক কর্মকর্তা কেসিএনএর কাছে নিশ্চিত করেছেন, কিম জং-উন রাশিয়ার নেতৃত্বাধীন ইউক্রেন সংকট মোকাবিলায় প্রতিটি পদক্ষেপকে উৎসাহ দিতে ও সমর্থন করতে প্রস্তুত।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে কিম ও লাভরভ করমর্দন এবং আলিঙ্গন বিনিময় করছেন।
২০১৯ সাল থেকে ইউক্রেন যুদ্ধে রাশিয়া ও উত্তর কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হয়েছে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার পর থেকে পিয়ংইয়ং মস্কোর পাশে দাঁড়িয়ে ১০ হাজারেরও বেশি সেনাকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে এবং অস্ত্র সরবরাহ করেছে।
রাশিয়া ও উত্তর কোরিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকলেও গত বছর পুতিনের উত্তর কোরিয়া সফরে দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক সামরিক ও পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়।