বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য সহায়তা দাবি এবি পার্টির

নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকার আহ্বান জানাল এবি পার্টি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। একই সঙ্গে নিহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক সহায়তা এবং আহতদের সুচিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।
মঙ্গলবার দলটির কেন্দ্রীয় নেতারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন এবং সেখানে চিকিৎসাধীন আহতদের পরিবারের সদস্য, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলেন।
এ সময় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের বলেন, ‘আহতদের সেবা ও শুশ্রূষার জন্য চিকিৎসক, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ যে সহমর্মিতা দেখাচ্ছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা প্রচুর রক্ত পেয়েছি, সড়কে স্বেচ্ছাসেবীদের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। এখন সরকারের উচিত নিহতদের পরিবারকে যথাযথ আর্থিক সহায়তা প্রদান এবং আহতদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করা।’
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আইসিইউতে যাঁরা রয়েছেন, তাঁদের অবস্থা এখনও সংকটাপন্ন। তাঁদের বিষয়ে আমরা আরও দুঃসংবাদ পেতে পারি। আমরা স্বজনহারা পরিবারের প্রতি গভীর শোক ও সহমর্মিতা জানাই। দেশের মানুষ ও রাষ্ট্রকে তাদের পাশে বন্ধুর মতো দাঁড়াতে হবে।’
পরবর্তীতে এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাব মিনারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আহতদের সহায়তায় সক্রিয়ভাবে চিকিৎসা সহায়তা কার্যক্রমে অংশ নিয়েছে।