একঝলকে বাংলাদেশ

বাংলাদেশের প্রতিটি কোণায় জীবন আর প্রকৃতির মিলনমেলা
বর্ষার দিনে দেশের নানা প্রান্তে ধরা দিয়েছে জীবনের রঙিন মুহূর্তগুলো। কোথাও ফুলে বসেছে প্রজাপতি, কোথাও চড়ুই পাখির দল গুনগুনিয়ে বেড়িয়েছে গাছের ডালে। বৃষ্টির পরে জেগে ওঠা ভোরবেলা, ধানের চারা রোপণ করা কৃষকেরা, কিংবা ফুটবল খেলায় মেতে থাকা শিশু-কিশোর—সব মিলিয়ে বাংলাদেশের প্রতিদিন যেন এক প্রাণবন্ত ক্যানভাস।
ফরিদপুরে পুকুরে ফুটেছে সাদা শাপলা, আবার শেরপুরে সেতুহীন জনপদে ভোগান্তির চিত্রও ধরা পড়েছে। ওএমএসের ট্রাক সেলে চাল কিনতে রংপুরে মানুষ সকাল থেকেই জায়গা দখল করে রেখেছে ইট আর ব্যাগ ফেলে। কাদামাখা জমিতে মাছ ধরছে নারী-পুরুষেরা, আবার রাঙামাটির পাহাড়ি জনপদে প্রকৃতি ধুয়ে গেছে ভোরের বৃষ্টিতে।
এই ছবিগুলো শুধু দৃশ্য নয়, প্রতিদিনের সংগ্রাম, সৌন্দর্য আর জীবনযাপনের এক নিখুঁত প্রতিচ্ছবি।