হাটহাজারী মাদ্রাসায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎ

হাটহাজারী মাদ্রাসায় পৌঁছালে নাহিদ ইসলামকে স্বাগত জানান শিক্ষার্থীরা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় যান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার রাত ১০টার দিকে তিনি নেতা-কর্মীদের নিয়ে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসায় পৌঁছান।
সেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, মাদ্রাসা প্রাঙ্গণে গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন নাহিদ ইসলাম।
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ প্রথম আলোকে জানান, এটি ছিল এক সৌজন্যমূলক সাক্ষাৎ। হাটহাজারী থেকে তাঁরা আবার নগরে ফিরে আসেন এবং সোমবার সকালে খাগড়াছড়ি জেলায় কর্মসূচিতে যোগ দেবেন। এরপর ফেনীতেও পদযাত্রা অনুষ্ঠিত হবে।
এর আগে রোববার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বিপ্লব উদ্যানে অনুষ্ঠিত হয় এনসিপির সমাবেশ। বিকেলে বহদ্দারহাট এলাকা থেকে পদযাত্রা শুরু করে দলটি। ২০২৪ সালের ১৮ জুলাই ওই এলাকাতেই আন্দোলনে পাঁচজন নিহত হয়েছিলেন। সেই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখান থেকেই পদযাত্রার সূচনা করে এনসিপি।
হাটহাজারী সফরে নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফসহ আরও অনেকে। তাঁরা হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারতও করেন।