বাংলাদেশে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় পোপের শোক

ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি প্রার্থনায় পোপ লিও চতুর্দশ
ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ।
মঙ্গলবার ভ্যাটিকান থেকে পাঠানো এক টেলিগ্রাফিক বার্তায় পোপ বলেন, তিনি এ দুর্ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত’। শোকবার্তাটি ভ্যাটিকানের হোলি সি সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্রো পারোলিন স্বাক্ষর করেন।
বার্তায় পোপ লিও বলেন, ‘নিহতদের আমি সর্বশক্তিমান ও করুণাময় সৃষ্টিকর্তার কাছে সমর্পণ করছি।’ পাশাপাশি, তিনি নিহতদের শোকাহত পরিবার, বন্ধু ও আহতদের জন্য সান্ত্বনা, আরোগ্য ও মানসিক শান্তির প্রার্থনা করেছেন।
পোপ আরও বলেন, ‘এই মর্মান্তিক ঘটনার দ্বারা প্রভাবিত সকলের, বিশেষ করে পুরো মাইলস্টোন স্কুল পরিবারের জন্য আমি সৃষ্টিকর্তার আশীর্বাদ, শান্তি ও শক্তি কামনা করছি।’
উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং অন্তত ১৬৫ জন আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই শিশু, যারা ঐ স্কুলের শিক্ষার্থী ছিল। এ ঘটনায় মঙ্গলবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হয়।