আওয়ামী লীগ ‘শাহি’, বিএনপি ‘ছ্যাঁচড়া’ চাঁদাবাজ: ফয়জুল করীমের বক্তব্য

আ.লীগকে বললেন `শাহি চাঁদাবাজ`, বিএনপিকে ‘ছ্যাঁচড়া’ — কিশোরগঞ্জে ফয়জুল করীম
আওয়ামী লীগকে ‘শাহি চাঁদাবাজ’ এবং বিএনপিকে ‘ছ্যাঁচড়া চাঁদাবাজ’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। রোববার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
ফয়জুল করীম বলেন, “অনেকে বলেন, আওয়ামী লীগও চাঁদাবাজ, বিএনপিও চাঁদাবাজ। আমি বলি, একটি ‘শাহি চাঁদাবাজ’, অন্যটি ‘ছ্যাঁচড়া চাঁদাবাজ’। একজন বড় অঙ্কে লুটপাট করে, আরেকজন সাধারণ মানুষের কাছ থেকেও ছাড় দেয় না।”
তিনি আরও বলেন, “ছাত্রলীগ, পিয়ন থেকে শুরু করে সবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। অন্যদিকে, এক শ্রেণির চাঁদাবাজ রিকশাচালক, ঠেলাগাড়ি চালক, এমনকি মুচিদের কাছ থেকেও টাকা আদায় করে। দেশের এই পরিস্থিতি থেকে উত্তরণে আদর্শিক রাজনীতির কোনো বিকল্প নেই।”
ভারতের সঙ্গে বাংলাদেশের পার্থক্য প্রসঙ্গে তিনি বলেন, “সীমানা নয়, মূল পার্থক্য আদর্শ আর নীতির। যদি ইসলাম ধ্বংস হয়, তাহলে একদিন এই দেশও সিকিমের মতো ভাগ হয়ে যেতে পারে।”
দেশ গঠনে ঐক্যের আহ্বান জানিয়ে ফয়জুল করীম বলেন, “আমরা বিভক্ত হয়ে গেলে দেশটাকেই হারাব। তাই ইসলামপ্রিয় জনগণকে এক হওয়ার সময় এখনই।”
সমাবেশে তিনি কিশোরগঞ্জ-১ আসনে হাতপাখার প্রার্থী হিসেবে মাওলানা আজিজুর রহমানের নাম ঘোষণা করেন এবং জনগণকে নতুন বিকল্প হিসেবে ইসলামী আন্দোলনকে সুযোগ দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি ইহতেশাম বিল্লাহ আজিজী এবং কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদার।