নেতানিয়াহুর কটাক্ষ - মামদানি এক মেয়াদও টিকবেন না

নিউইয়র্কের মেয়র প্রার্থী মামদানিকে ‘বোকামিপূর্ণ’ বললেন নেতানিয়াহু, বললেন—এক মেয়াদও শেষ করতে পারবেন না
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মামদানির প্রস্তাবগুলোকে ‘বোকামিপূর্ণ’ আখ্যা দিয়ে নেতানিয়াহু বলেছেন, মেয়র নির্বাচিত হলেও তিনি এক মেয়াদের বেশি টিকবেন না।
সোমবার ‘দ্য ফুল সেন্ড পডকাস্ট’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সাক্ষাৎকারে গাজা সংঘাত, ইরান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফাস্ট ফুড–প্রেমসহ নানা প্রসঙ্গ উঠে আসে।
আলোচনার এক পর্যায়ে ইহুদিবিদ্বেষ নিয়ে প্রশ্ন করা হলে মামদানির প্রসঙ্গ তোলেন নেতানিয়াহু। সম্প্রতি ‘ইন্তিফাদার বিশ্বায়ন’ শব্দগুচ্ছের প্রকাশ্য নিন্দা না জানানোয় মামদানি সমালোচনার মুখে পড়েছেন। ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে ফিলিস্তিনিদের আন্দোলন 'ইন্তিফাদা' নামে পরিচিত।
মামদানিকে ইহুদিবিদ্বেষী আখ্যা না দিলেও, নেতানিয়াহু বলেন, মামদানির অনেক প্রস্তাব বাস্তবতা থেকে বিচ্যুত। তিনি বলেন, ‘অনেকেই এসব বাজে কথায় বিভ্রান্ত হচ্ছেন। আপনি পুলিশের অর্থায়ন বন্ধ করতে চান? চান মানুষ দোকান লুট করে বিনা বাধায় ঘুরে বেড়াক? এতে কি সমাজের কল্যাণ হবে বলে আপনি মনে করেন?’
তবে মামদানি পুলিশের অর্থায়ন সম্পূর্ণ বন্ধের পক্ষে নন। তিনি বরং পুলিশের বাজেট পুনর্বিন্যাস করে গুরুতর অপরাধের ওপর বেশি গুরুত্ব দেওয়ার পক্ষে মত দিয়েছেন। পাশাপাশি, বিদ্যমান পুলিশ সদস্যদের বহাল রাখার কথাও জানিয়েছেন তিনি।
নিউইয়র্কের ধনী নাগরিকদের ওপর প্রস্তাবিত কর আরোপ নিয়েও নেতানিয়াহু সমালোচনা করেন। তিনি বলেন, ‘আপনি কি করের বোঝা চাপিয়ে সব উদ্যোগ ধ্বংস করতে চান? মানুষকে দমিয়ে রাখতে চান? আমি বলব, এমন প্রস্তাব নিয়ে কেউ এক মেয়াদের বেশি মেয়র হিসেবে টিকতে পারবে না।’
নিউইয়র্ক শহরে ইসরায়েলের বাইরে সবচেয়ে বেশি ইহুদি সম্প্রদায়ের মানুষ বাস করেন—সংখ্যায় প্রায় ১২ লাখ। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মামদানি বরাবরই ইসরায়েল সরকারের সামরিক নীতি ও দখলদারির সমালোচনা করে আসছেন। তিনি এমনকি এটাও বলেছিলেন, মেয়র নির্বাচিত হলে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাঁকে গ্রেপ্তার করা হবে।