ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পারমাণবিক কর্মসূচি চলবে - পেজেশকিয়ান

যুদ্ধ ও পরমাণু ইস্যুতে দৃঢ় অবস্থানে ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে তেহরান তা মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত। পাশাপাশি তিনি সাফ জানিয়ে দেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি চলমান থাকবে।
বুধবার আল জাজিরায় প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন পেজেশকিয়ান। গত মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর এটিই ছিল তাঁর অন্যতম প্রথম প্রকাশ্য বক্তব্য। ওই সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে হস্তক্ষেপ করে এবং ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।
সাক্ষাৎকারে ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘ইসরায়েলের যেকোনো নতুন আগ্রাসনের জবাব দিতে আমরা প্রস্তুত। আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলের অভ্যন্তরে গভীরভাবে আঘাত হানার ক্ষমতা রাখে।’
তিনি বলেন, সংঘাত-পরবর্তী যুদ্ধবিরতির ওপর ইরান ভরসা করছে না। তাই সম্ভাব্য প্রতিক্রিয়ার জন্য তাঁর দেশ সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে।
পেজেশকিয়ান আরও জানান, সাম্প্রতিক হামলায় ইরানের কিছু শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল ইরানের নেতৃত্ব কাঠামোকে ধ্বংস করা, তবে সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলেই দাবি করেন তিনি।
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের অবস্থান স্পষ্ট করে পেজেশকিয়ান বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম আন্তর্জাতিক আইন মেনেই চলবে। তিনি বলেন, ‘আমরা পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে। এটি আমাদের রাজনৈতিক, ধর্মীয় ও মানবিক মূল্যবোধের বিরোধী।’
তিনি আরও বলেন, ভবিষ্যতের যেকোনো আলোচনা হবে কূটনৈতিক সমঝোতার ভিত্তিতে। হুমকি বা চাপের মুখে ইরান কখনোই পথ পরিবর্তন করবে না।