শুক্রবার ০৯ মে ২০২৫, বৈশাখ ২৬ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

আইভীর বাড়িতে পুলিশ, অনুসারীদের জটলা রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা আমরা অন্তবর্তীকালীন সরকারের সাফল্য চাই: মির্জা ফখরুল তথ্যযুদ্ধ: কতটা সত্যি বলছে ভারত ও পাকিস্তান? ভারত-পাকিস্তানের সংঘাতে এরপর কী? পাকিস্তান ভারত সীমান্তে উত্তেজনার নতুন অধ্যায়: ক্ষেপণাস্ত্র, হামলা ও তথ্যযুদ্ধ আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে যাচ্ছে: আসিফ মাহমুদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে নেতৃত্ব পরিবর্তন: স্নিগ্ধর পদত্যাগ আবদুল হামিদের দেশত্যাগে জড়িতদের ধরা হবে, না হলে আমিই চলে যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা প্রথম আমেরিকান পোপ হলেন রবার্ট প্রিভোস্ট ২০২৫: টেকনোলজির ঝড় উঠছে! ভারত-পাকিস্তানে যুদ্ধের দামামা: বাংলাদেশে কী প্রভাব, করণীয় কী রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেব: শেহবাজ শরিফ

শিক্ষা

ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: ভর্তিযোগ্য ৬ শতাংশ

 প্রকাশিত: ২৩:৫৫, ২৪ মার্চ ২০২৫

ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: ভর্তিযোগ্য ৬ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলে দেখা গেছে, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ভর্তিযোগ্য হয়েছেন মাত্র ৬ শতাংশ।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় প্রকাশিত ফলাফলে নটর ডেম কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান ওয়াসিফ বিজ্ঞান শাখায় প্রথম স্থান অধিকার করেছেন। তিনি ১২০ নম্বরের মধ্যে ১১০ নম্বর পেয়েছেন।

এবার বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ১ লাখ ২০ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৪৩৭ জন। উত্তীর্ণদের মধ্যে বিজ্ঞান শাখার ৬ হাজার ৯২২ জন, মানবিক শাখার ৩৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা শাখার ১২২ জন রয়েছেন।

বাণিজ্য বিভাগ থেকে প্রথম হয়েছেন নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী মো. সাজিত মিয়া এবং মানবিক শাখায় প্রথম হয়েছেন হলিক্রস কলেজের শিক্ষার্থী তাবাসসুম তিথী।

এই ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৮৯৬টি। এর মধ্যে বিজ্ঞান শাখার জন্য ১ হাজার ৮২০টি, মানবিক শাখার জন্য ৫১টি এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২৫টি আসন বরাদ্দ রয়েছে।

উল্লেখ্য, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল ১ ফেব্রুয়ারি, কিন্তু বিশ্ব ইজতেমার কারণে তা পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি নেওয়া হয়।

শিক্ষার্থীরা পরীক্ষার বিস্তারিত ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে জানতে পারবেন। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক নম্বর থেকে DU SCI টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়েও ফল জানা যাবে।