শনিবার ১৬ আগস্ট ২০২৫, ভাদ্র ১ ১৪৩২, ২১ সফর ১৪৪৭

শিক্ষা

সেতু কর্তৃপক্ষের ৪ পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 আপডেট: ১৩:২৭, ২৬ জুন ২০২৫

সেতু কর্তৃপক্ষের ৪ পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের চার পদে নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে ইডেন মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্র।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের চারটি পদে নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সহকারী প্রোগ্রামার এবং অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ জুলাই

পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়, এবং ইডেন মহিলা কলেজে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট www.bba.gov.bd–এর ই-রিক্রুটমেন্ট সিস্টেম থেকে নতুনভাবে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে কেন্দ্রে নিয়ে আসতে হবে।

লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা জানতে ভিজিট করুন সেতু কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট।