চৌদ্দগ্রামে নাশকতার তিন মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি

চৌদ্দগ্রামে নাশকতার তিন মামলায় সম্পৃক্ততার প্রমাণ না মেলায় খালেদা জিয়াকে অব্যাহতি দিল কুমিল্লার আদালত।
২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে নাশকতার ঘটনায় দায়ের করা তিনটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত।
আজ সোমবার বিকেলে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত–২ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক পৃথকভাবে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কাইমুল হক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলাগুলোর শুনানিতে খালেদা জিয়ার সম্পৃক্ততা প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে অব্যাহতি দেন। মামলাগুলোর মধ্যে দুটি ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বাসে পেট্রলবোমা হামলায় আটজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক আইনের মামলা। অপরটি ২৫ জানুয়ারি কাভার্ড ভ্যান পুড়িয়ে দেওয়ার ঘটনায় করা নাশকতার মামলা। তিনটি মামলারই বাদী ছিলেন চৌদ্দগ্রাম থানার তৎকালীন পুলিশ কর্মকর্তা নুরুজ্জামান হাওলাদার।
আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ওই সময় খালেদা জিয়া গুলশানের বাসায় অবরুদ্ধ অবস্থায় ছিলেন। ফলে তাঁর সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলির ভাষ্যমতে, মামলাগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল এবং হয়রানির উদ্দেশ্যে খালেদা জিয়াকে আসামি করা হয়েছিল।
তিনি আরও বলেন, “এখন থেকে খালেদা জিয়া বা বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রাম থানার কোনো মামলার আসামি নন।”