জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরে নতুন নেতৃত্ব - সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আলীম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নতুন সভাপতি রিয়াজুল ইসলাম ও সেক্রেটারি আবদুল আলীম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ছয় মাস মেয়াদি এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়াজুল ইসলাম এবং সেক্রেটারি হয়েছেন আবদুল আলীম (আরিফ)। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ জাহেদ।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় শাখার জরুরি সদস্য সমাবেশে এ কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।
ফেসবুকে প্রকাশিত তথ্য অনুযায়ী, সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হন রিয়াজুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিদায়ী কমিটির সেক্রেটারি ছিলেন। সদস্যদের পরামর্শের ভিত্তিতে তিনি সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন আবদুল আলীমকে, যিনি আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
নতুন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।