চট্টগ্রামে চিনিগুঁড়া লিখে নিম্নমানের চাল বিক্রি, লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলী বাজারে চালের দোকানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
চট্টগ্রাম নগরের পাহাড়তলী বাজারে ব্র্যান্ডের মোড়কে নিম্নমানের চাল বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার সকালে পরিচালিত এ অভিযানে ওজনে কারচুপি, ভেজাল পণ্য বিক্রি এবং মূল্য তালিকা না রাখার অভিযোগে এসব জরিমানা করা হয়।
অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও রানা দেবনাথের নেতৃত্বে অভিযানে অংশ নেওয়া হয়।
তারা জানান, পাহাড়তলী বাজারের মেসার্স চৌধুরী অ্যান্ড কোং নামের একটি দোকানে নামি ব্র্যান্ডের বস্তায় চিনিগুঁড়া চাল বলে বিক্রি করা চালের গুণগত মান যাচাই করে দেখা যায়, সেটি ছিল তুলনামূলক মোটা ও গন্ধহীন। দোকানদার চালগুলো আমদানি করা বলে দাবি করলেও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ওজনে কম দেওয়া এবং ভেজাল চাল বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ওজনে কম দেওয়া ও মূল্য তালিকা না রাখার অপরাধে মেসার্স হক রাইস এজেন্সি ও মেসার্স আদর স্টোরকে যথাক্রমে ১০ হাজার ও ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।