ইউল্যাবে অনুষ্ঠিত হলো ডিজিটাল ফ্যাক্ট-চেকিং কর্মশালা

দেশের প্রথম ক্যাম্পাসভিত্তিক ডিজিটাল ফরেনসিক ল্যাব ফরেনসিক এবং ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম ফ্যাক্টওয়াচ-এর যৌথ আয়োজনে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)–এ একটি বিশেষ ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরে ইউল্যাব ক্যাম্পাসে দিনব্যাপী এই কর্মশালায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। আয়োজনটি ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের অন্তর্গত আউটরিচ প্রোগ্রাম ফরেনসআইকিউ–এর অংশ হিসেবে সম্পন্ন হয়।
কর্মশালায় শিক্ষার্থীরা হাতে-কলমে শিখেছে কিভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া খবর, বিভ্রান্তিকর ছবি ও ভিডিও শনাক্ত এবং বিশ্লেষণ করতে হয়। ডিজিটাল ফরেনসিক পদ্ধতি প্রয়োগ করে তথ্য যাচাইয়ের নানা কৌশল তুলে ধরা হয় অংশগ্রহণকারীদের সামনে।
বিশেষ গুরুত্ব দেওয়া হয় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি ভুয়া কনটেন্ট শনাক্তের কৌশল নিয়ে আলোচনা ও অনুশীলনে। কীভাবে AI-এর মাধ্যমে তৈরি করা ভুয়া ছবি ও ভিডিও অনলাইনে বিভ্রান্তি তৈরি করছে, এবং সেগুলো যাচাই করতে ফ্যাক্টচেকাররা কী ধরনের সরঞ্জাম ও পদ্ধতি ব্যবহার করেন—তা বাস্তব উদাহরণসহ ব্যাখ্যা করা হয়।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল—তরুণদের তথ্য যাচাইয়ের দক্ষতা অর্জনে সহায়তা করা এবং সমাজে গুজব ও ভুল তথ্য রোধে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা।
কর্মশালায় উপস্থিত ছিলেন ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুমন রহমান। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, “ভবিষ্যতে বিভ্রান্তিমূলক তথ্য, ভুয়া খবর এবং গুজব প্রতিহত করতে হলে আজ থেকেই প্রস্তুত হতে হবে। সচেতনতা ও দক্ষতাই একমাত্র প্রতিরোধ।”
তিনি আরও বলেন, “তথ্য প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীদের শুধু সংবাদ গ্রহণকারী নয়, তথ্য বিশ্লেষক হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে।”
উল্লেখ্য, ফরেনসআইকিউ ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের একটি বিশেষ প্রকল্প, যা মিডিয়া লিটারেসি ও ডিজিটাল সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করছে।