টানা বৃষ্টিতে জলাবদ্ধ কলকাতা, বন্ধ যান চলাচল বহু সড়কে

টানা ভারী বৃষ্টিতে কলকাতার গলফ গ্রিন এলাকায় জলাবদ্ধতার মধ্যে যানবাহন চলাচল করছে।
দুই দিনের টানা ভারী বৃষ্টিতে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বহু এলাকা পানির নিচে চলে গেছে। বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। পৌর কর্তৃপক্ষ রাস্তার পানি নিষ্কাশনে পাম্প চালু করেছে।
কলকাতার গলফ গ্রিন, লেক টাউন, উল্টোডাঙ্গা, বেহালা, গার্ডেন রিচ, টালিগঞ্জ, রাজাবাজার, কলেজ স্ট্রিট, বাড়ৈপুর ও বালিগঞ্জসহ বেশ কিছু এলাকায় রাস্তায় হাঁটুসমান পানি জমে আছে। জলাবদ্ধতার কারণে বাস, ট্যাক্সি, রিকশাসহ অনেক গণপরিবহন চলাচল বন্ধ হয়ে গেছে। কিছু এলাকায় হাতে টানা রিকশা চললেও ভাড়া চড়া। নৌকারও আশ্রয় নিতে দেখা গেছে স্থানীয় বাসিন্দাদের।
ভারী বর্ষণের কারণে কলকাতার ইএম বাইপাস, শিয়ালদহ, ক্যানিং, বনগাঁ ও বজবজ রেললাইনে পানি উঠেছে। এতে ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেছে।
শুধু কলকাতা নয়, রাজ্যের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাও বন্যা ও জলাবদ্ধতার কবলে পড়েছে। জলপাইগুড়ির তিস্তা নদীসংলগ্ন অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা। দীঘা ও দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় এলাকায় দেওয়া হয়েছে লাল সতর্কতা। সেখানে মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে এবং নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।
কোচবিহার, মালদহ, জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, হাওড়া ও হুগলির বিভিন্ন গ্রামীণ অঞ্চলেও জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেক এলাকায় ফসলের খেত পানিতে তলিয়ে গেছে, বাড়ছে কৃষিখাতের ক্ষতির আশঙ্কা।
কলকাতা পৌরসভা জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পাম্পিং ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দ্রুত পানি সরানোর চেষ্টা চলছে।