শুক্রবার ০৯ মে ২০২৫, বৈশাখ ২৬ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

আইভীর বাড়িতে পুলিশ, অনুসারীদের জটলা রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা আমরা অন্তবর্তীকালীন সরকারের সাফল্য চাই: মির্জা ফখরুল তথ্যযুদ্ধ: কতটা সত্যি বলছে ভারত ও পাকিস্তান? ভারত-পাকিস্তানের সংঘাতে এরপর কী? পাকিস্তান ভারত সীমান্তে উত্তেজনার নতুন অধ্যায়: ক্ষেপণাস্ত্র, হামলা ও তথ্যযুদ্ধ আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে যাচ্ছে: আসিফ মাহমুদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে নেতৃত্ব পরিবর্তন: স্নিগ্ধর পদত্যাগ আবদুল হামিদের দেশত্যাগে জড়িতদের ধরা হবে, না হলে আমিই চলে যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা প্রথম আমেরিকান পোপ হলেন রবার্ট প্রিভোস্ট ২০২৫: টেকনোলজির ঝড় উঠছে! ভারত-পাকিস্তানে যুদ্ধের দামামা: বাংলাদেশে কী প্রভাব, করণীয় কী রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেব: শেহবাজ শরিফ

অর্থনীতি

গ্রামীণ ব্যাংকের মালিকানা ও নিয়ন্ত্রণ কাঠামোয় বড় পরিবর্তন

 প্রকাশিত: ২৩:৩২, ১৭ এপ্রিল ২০২৫

গ্রামীণ ব্যাংকের মালিকানা ও নিয়ন্ত্রণ কাঠামোয় বড় পরিবর্তন

শান্তিতে নোবেলজয়ী ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের মালিকানা ও নিয়ন্ত্রণ কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে সম্মত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের অংশীদারিত্ব কমিয়ে উপকারভোগীদের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সিদ্ধান্ত গৃহীত হয়। অধ্যাদেশটি রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আনুষ্ঠানিকভাবে জারি হলে গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের অধীনে চলে যাবে।

অধ্যাদেশ অনুযায়ী, ব্যাংকের পরিশোধিত মূলধনে সরকারের অংশীদারিত্ব ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হবে এবং ৯০ শতাংশ মালিকানা থাকবে উপকারভোগীদের হাতে। এছাড়া চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সদস্যদের নির্বাচনে উপকারভোগীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

নতুন আইনে চেয়ারম্যান নিয়োগে সরকারের কোনো ভূমিকা থাকবে না। পরিচালনা পর্ষদের ১২ সদস্যের মধ্যে ১১ জন হবেন গ্রাহকদের নির্বাচিত প্রতিনিধি। এই পর্ষদই চেয়ারম্যান মনোনয়ন এবং ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের দায়িত্ব পালন করবে।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সংবাদ সম্মেলনে জানান, “গ্রামীণ ব্যাংক এখন শুধু ভূমিহীন নয়, বিত্তহীনদের জন্যও কাজ করবে।” ইউনিয়ন পরিষদের সীমানা ছাড়িয়ে এখন থেকে সিটি করপোরেশন ও পৌর এলাকাতেও গ্রামীণ ব্যাংক শাখা খুলতে পারবে।

এছাড়া, ব্যাংকের যেকোনো নীতিমালা বা সমস্যা সমাধানে সরকার নয়, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক দীর্ঘ ২৮ বছর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে পরিচালিত হয়। ২০০৬ সালে ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে অবদানের স্বীকৃতিস্বরূপ গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূস নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

বৈঠকে আরও তিনটি অধ্যাদেশের খসড়াও চূড়ান্ত অনুমোদন পেয়েছে:

  • সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ, ২০২৫: আন্তর্জাতিক মান বজায় রেখে সরকারি ব্যয়ের জবাবদিহিতা নিশ্চিত করা।
  • ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫: ব্যাংক খাতে প্রভাবশালী গোষ্ঠীর একচ্ছত্র নিয়ন্ত্রণ ঠেকানো ও আমানতকারীদের স্বার্থ রক্ষা।
  • রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা পৃথকীকরণ অধ্যাদেশ: নীতি প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব আলাদা দুটি সংস্থার মাধ্যমে পরিচালনার উদ্যোগ।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।