সোমবার ০৭ জুলাই ২০২৫, আষাঢ় ২২ ১৪৩২, ১১ মুহররম ১৪৪৭

ব্রেকিং

সংস্কার ছাড়া যেনতেন নির্বাচন চায় না জামায়াত: শফিকুর রহমান আশরাফুল, সাকিবদের পর এবার নতুনদের চিনছে শ্রীলঙ্কা বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করা যাবে না: সাকি সংখ্যানুপাতিক ব্যবস্থায়(পিআর) ‘ভবিষ্যৎ বিভক্তি’র শঙ্কা তারেক রহমানের জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি করায় কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশ সদস্য ক্লোজড কলেজ প্যাডে ছাত্রদলের প্রচারণা? অধ্যক্ষের ব্যাখ্যা ঘিরে বিতর্ক মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সংঘাত বিস্তার: বিশ্লেষণ কলম্বিয়ায় পাহাড়ধসে মৃত্যু ১৬, নিখোঁজ অন্তত ৮ “ত্রাণ নিতে এলে গুলি করতাম”—গাজার ঘটনায় মুখ খুললেন ইসরায়েলি সেনারা তেহরানে ধ্বংসস্তূপে উদ্ধার চলছেই, মৃতের সংখ্যা ছাড়াল ৪৫০ ইরানে বাংলাদেশিদের সহায়তায় হটলাইন চালু উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ: সিলেটে তিনজন কারাগারে ইসরায়েলের টার্গেটে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার ভবন লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক ১৩ জুন তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: ফখরুল রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য হবে কাঁচের মতো স্বচ্ছ ঘর: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের ঘোষিত সময় মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে ইসি: উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন ছাত্রদল নেতা নাছির উদ্দিন মণিপুরে আবার উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের চাপে ঢাকার ৪ থানায় সক্রিয় অর্ধশতাধিক অপরাধী দল জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন আহমদ জুলাই সনদ–ঘোষণাপত্র হলে ঘোষিত সময়ে নির্বাচনে আপত্তি নেই: এনসিপি ২৫ কিলোমিটার যানজট, ২৪ ঘণ্টায় পারাপার ৬৪ হাজার যানবাহন বান্দরবানের রুমা ও থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহার গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, জাতিসংঘ নিরাপত্তা গরম মসলার বাজার শীতল: ক্রেতা কমে যাচ্ছে, দাম কিছুটা স্থিতিশীল ঈদে অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি মজুত, রংপুরে হিমাগারে অভিযান ও দুই লাখ টাকা জরিমানা বান্দরবানের লামায় পাহাড় ধসের শঙ্কায় ৬০ রিসোর্ট বন্ধ নির্বাচন নিয়ে তরুণদের প্রতি অসত্য অভিযোগ ও বাস্তবতা ভারতের মুসলমানদের কেন বারবার দেশপ্রেমের প্রমাণ দিতে হয় সংবিধান পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ বিলোপ সম্ভব নয়: এনসিপি মুখ্য সমন্বয়ক একুশের বন্ধুত্বে আগামীর পথচলা: বার্ষিক সম্মেলনে ২১তম বিসিএস প্রশাসন ফোরাম বিজিএমইএ`র নতুন নেতৃত্বে আসছেন বাবু, নিরঙ্কুশ জয়ের ইঙ্গিত জিলহজ মাসের আমল ও কোরবানির তাৎপর্য চট্টগ্রামে নারীকে লাথির ঘটনায় ভাইরাল আকাশ চৌধুরী বহিষ্কৃত, জামায়াতের বিবৃতি সংকট নিরসনে উদ্যোগ নেই, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিল পবিস শ্রমিকরা আনচেলত্তির স্বপ্ন - রিয়াল মাদ্রিদের মতো করে খেলাবেন ব্রাজিলকে ডিমের দাম এখনো চড়া, ডজন ১৩০–১৪০ টাকায় বিক্রি বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়া দ্বীপের সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ হারের পর লিটনের মনোভাব - এখনো দুই ম্যাচ বাকি কাল থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি দোকান বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্র চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের প্রক্রিয়া শুরু করবে ডিএনএ টেস্ট করে নামফলক ও মর্যাদা চায় শহীদ পরিবারের সদস্যরা বেতন না পেয়ে ডাকাতি, জাহাজের চিফ ইঞ্জিনিয়ারসহ তিনজন আটক “বাংলাদেশে কৌশলগত স্বার্থ নেই দক্ষিণ কোরিয়ার”—রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক “শাপলার হত্যাকাণ্ডের বিচার চাই”—হেফাজতের বিবৃতি মির্জা আব্বাস: “করিডর আর স্টারলিংক আনা হচ্ছে আরাকান আর্মির জন্য” জিলহজ মাসের চাঁদ দেখে যে দোয়া পড়বেন নির্বাচনের আগে যতটুকু দরকার, ততটুকুই সংস্কার করতে হবে: মুজাহিদুল ইসলাম সেলিম ‘চিন্তার স্বাধীনতাও হারাচ্ছি?’— নারী কমিশন বিতর্কে গীতিআরার উদ্বেগ ইউক্রেনে রাশিয়ার টানা হামলায় নিহত ১২, কঠোর চাপের আহ্বান জানালেন জেলেনস্কি সংস্কার, বিচার ও নির্বাচন – তিনটি কঠিন দায়িত্ব পালনে সচেষ্ট আমরা জুলাই অভ্যুত্থান ক্ষমতার পালাবদল নয়, এটি মৌলিক সংস্কার: নাহিদ হলুদ সাংবাদিকতা’ বিরোধী স্লোগানে উত্তাল শিক্ষক মিছিল ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া বন্দর দিয়ে রপ্তানি কমেছে ৪০% বিএনপির অবস্থান কর্মসূচি চলছে, দুই উপদেষ্টার পদত্যাগ দাবি জাতীয় স্বার্থে অভিমান ভুলে দায়িত্বশীল হওয়ার আহ্বান : জামায়াত আমির আন্দোলনের পর অবশেষে নিয়োগ পেলেন ৪৩তম বিসিএসের বাদ পড়া ১৬২ জন নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে ইসির সামনে এনসিপির বিক্ষোভ কাল বাংলাদেশে স্টারলিংকের যাত্রা, স্যাটেলাইট ইন্টারনেটের নতুন যুগ শুরু নরওয়ের দৃঢ় সমর্থন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিগত সরকারের সময় প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত, এমন অবস্থা ছিল যে খতিবকেও পালাতে হয়েছিল: বাণিজ্য উপদেষ্টা গায়ের জোরে নগর ভবন দখল করে আন্দোলন চালাচ্ছে বিএনপি আবারও রাজপথে নামার ইঙ্গিত আসিফের, সতর্ক করলেন হাসনাত গোপন অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন স্থগিত, ২০ মে আলোচনায় বসবে ঐক্য পরিষদ ভারতের আমদানি নিষেধাজ্ঞা সীমান্ত বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করছে ভারতের নতুন সিদ্ধান্তে উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বাংলাদেশি ভোগ্যপণ্য আমদানি বন্ধ গত ৯ মাসে জুলাই-যোদ্ধাদের ওপর ৩৮টি হামলা জবি’র ৪ দফা দাবি মেনে নেওয়ায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা ডিবি থেকে মুক্তির পর আন্দোলনে উল্লাস জবি শিক্ষার্থীর গাজা দখলে নেওয়ার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প শাহরিয়ার হত্যাকাণ্ডে বিচার নিশ্চিতের অঙ্গীকার উপদেষ্টা আসিফের সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ৪৫২ টাকা, নতুন দর কার্যকর শুক্রবার থেকে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: নিরাপত্তা নিশ্চিতে বড় পদক্ষেপ প্রশাসনের আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধে ভারতের উদ্বেগ শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

ইসলাম

উসূলে তাফসীর ও উলূমুল কুরআন

মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক

 প্রকাশিত: ০৭:৫৮, ১০ জানুয়ারি ২০২২

উসূলে তাফসীর ও উলূমুল কুরআন

‘উসূলে তাফসীর’ ও ‘উলূমুল কুরআন’। এ দুটি শব্দ অনেকের কাছে পরিচিত। অবশ্য কেউ কেউ মনে করেন, এগুলো একই শাস্ত্রের দুই নাম। এই ধারণাকে সঠিক বলা কিছুটা মুশকিল। কোনো সন্দেহ নেই, এই দুইয়ের সম্পর্ক অনেক বিস্তৃত ও গভীর। তবে এগুলোকে একই বিষয়ের দুই নাম মনে করা ঠিক নয়।

মূলত ‘উলূমুল কুরআন’ শব্দটি অনেক ইলম ও অনেক শাস্ত্রের সমষ্টি। মৌলিকভাবে এর দুইটি প্রকার-

প্রথম প্রকার :

العلوم التي في القرآن.

এর দ্বারা ওইসকল ইলম, স্পষ্ট নিদর্শন, বিধিবিধান, হেকমত ও জ্ঞান-ভাণ্ডার উদ্দেশ্য, যেগুলো কুরআনে স্পষ্টভাবে বা ইঙ্গিতরূপে উল্লেখিত হয়েছে। এগুলোর বিশ্লেষণের দায়িত্ব উম্মাহ্র সকল অঙ্গনের ইমামগণের এবং কিতাব ও সুন্নাহ্য় পারদর্শী সকল ফকীহ, মুফাসসির, মুহাদ্দিস ও অন্যান্য আহলে ইলমের। এগুলো দ্বীন-শরীয়তের বিভিন্ন বিষয়ে লিখিত কিতাবাদিতে উল্লেখিত আছে। তাফসীরের নির্ভরযোগ্য গ্রন্থাদিতে এর বড় একটি অংশ বিদ্যমান রয়েছে।

দ্বিতীয় প্রকার :

العلوم المُوصِلة إلى القرآن وعلومه.

অর্থাৎ কুরআন পড়া, কুরআন শেখা ও শেখানো এবং কুরআনের মাঝে যেসমস্ত নির্দেশনা, বিধিবিধান ও জ্ঞান-ভাণ্ডার রয়েছে সেগুলো অনুধাবন করার জন্য যেসকল ইলম ও ফনের প্রয়োজন হয় সেগুলো।

পরিভাষায় এই প্রকারটিই ‘উলূমুল কুরআন’ নামে প্রসিদ্ধ হয়ে গেছে। আর প্রথম প্রকারটি ‘আহকামুল কুরআন’, ‘হিদায়াতুল কুরআন’ ইত্যাদি নামে অধিক পরিচিতি লাভ করেছে।

দ্বিতীয় প্রকারের অন্তর্ভুক্ত ইলম ও ফনের সংখ্যা একশ’র বেশি। সেগুলোর নাম ও পরিচয় অনেক আলেম তাদের বিভিন্ন কিতাবে পেশ করেছেন। এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হল বদরুদ্দীন যারকাশী (৭৯৪ হি.) রাহ.-এর কিতাব ‘আলবুরহান ফি উলূমিল কুরআন’ এবং জালালুদ্দীন সুয়ূতী (৯১১ হি.) রাহ.-এর ‘আলইতকান ফি উলূমিল কুরআন’।

শামসুদ্দীন মুহাম্মাদ ইবনে আহমাদ ইবনে আকীলা (১১৫০ হি.) সুয়ূতী রাহ.-এর কিতাবের উপর আরো কাজ করেছেন। কিছু ফনের বিষয়ে অতিরিক্ত কথা যুক্ত করেছেন এবং এমন কিছু ফন  যোগ করেছেন, যেগুলোর আলোচনা ‘আলইতকান’-এ আসেনি। তাঁর কিতাবের নাম-

الزيادة والإحسان في علوم القرآن.

এটি দশ খণ্ডে ছেপেছে।

উলূমুল কুরআনের শুধু পাঁচটি শাখা নিয়ে সামীন (السمين) হালাবী (৭৫৬ হি.) লিখেছেন-

الدُّرُّ المَصُون في علوم الكتاب المَكنون.

-নামে কয়েক খণ্ডের বিশাল কলেবরের কিতাব। এতে তিনি সূরা ফাতেহা থেকে সূরা নাস পর্যন্ত পুরো কুরআন কারীমে এই পাঁচ বিষয়ে আলোচনা করেছেন।

উলূমুল কুরআন বিষয়ে রচনার ধারা এখনো অব্যাহত আছে। শায়েখ তাহের জাযায়েরী (১৩৩৮ হি.)-এর-

التبيان لبعض المباحث المتعلقة بالقرآن على طريق الإتقان.

-কিতাবটি তো শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহ. নিজের তাহকীক-তালীকসহ প্রকাশ করেছেন। ড. ফযল হাসান আব্বাস (১৩৫০ হি.-১৪৩২ হি.) রাহ.-এর কিতাব-

إتقان البرهان في علوم القرآن.

দুই খণ্ডে দারুন নাফায়েস, জর্দান থেকে প্রকাশিত হয়েছে।

যাইহোক এসকল উলূম ও ফুনূনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফন أصول التفسير বা قواعد التفسير। অবশ্য এটি আপন জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্যাপক, গভীর ও নাজুক একটি ফন। এর অনেক শাখা-প্রশাখা। সেসবের অনেকগুলো এমন, যেগুলোর বিষয়ে উলূমুল কুরআনের কিতাবে আলাদা আলাদা ফন হিসেবে আলোচনা করা হয়েছে।

উসূলুত তাফসীরে ওই সকল উসূল ও কাওয়ায়েদ সম্পর্কে আলোচনা করা হয়, যেগুলো অনুসরণ করে মুফাসসিরগণ কুরআনে কারীমের তাফসীর পেশ করে থাকেন। তেমনিভাবে এ ধরনের কিতাবে এমন অনেক বিষয় আলোচনা করা হয়, যেগুলো একজন আলেমের কুরআন অনুধাবন করতে সহায়ক হয় এবং যেগুলো তাফসীরের কিতাবসমূহ থেকে উপকৃত হওয়ার সময় লক্ষ রাখা জরুরি।

উসূলে তাফসীর বিষয়ে আলহামদু লিল্লাহ স্বতন্ত্র অনেক কিতাব লেখা হয়ে গেছে। তবে উসূলে তাফসীরের আলোচনা কেবল এই শিরোনামের কিতাবসমূহে সীমিত নয়। এর অনেক আলোচনা উলূমুল কুরআন, উসূলুল ফিকহ, উসূলুল হাদীস, কুতুবুত তাফসীর, শুরূহুল হাদীস, আহকামুল কুরআন, ফিকহে মুদাল্লালসহ অন্যান্য উলূম ও ফুনূনের কিতাবাদিতেও বিদ্যমান আছে। তবু আমরা এখানে উসূলে তাফসীর বিষয়ে স্বতন্ত্রভাবে লিখিত কিছু কিতাবের নাম উল্লেখ করা মুনাসিব মনে করছি। যেমন :

১. قواعد التفسير، فخر الدين ابن الخطيب (৫৪৬هـ৬২১-هـ)

২. المنهج القويم في قواعد تتعلق بالقرآن الكريم، شمس الدين ابن الصائغ الحنفي (৭৭৭هـ)

এই দুই কিতাবের পাণ্ডুলিপি কোথায় আছে আমার জানা নেই। তবে এগুলোর আলোচনা আলহামদু লিল্লাহ অন্যান্য কিতাবে আবশ্যই আছে।

৩. مقدمة تفسير ابن كثير، الإمام ابن كثير الدمشقي (৭০১هـ- ৭৭৪هـ)

৪. الفوز الكبير في أصول التفسير، الشاه ولي الله الدهلوي (১১৭৪هـ)

(كتاب نافع جدا في بيان أمور تعين في فهم القرآن الكريم)

৫. القواعد الحسان لتفسير القرآن، عبد الرحمن بن ناصر السعدي (১৩৭৬هـ)

৭. الاتجاهات المنحرفة في التفسير، الدكتور محمد حسين الذهبي (১৯১৫م১৯৭৭-م)

এই কিতাব আমি দেখিনি। তবে এর হাওয়ালা পেয়েছি শায়েখ খালেদ আবদুর রহমান (১৪২০ হি.)-এর কিতাব ‘উসূলুত তাফসীর ওয়া কাওয়াইদুহু’-এর মধ্যে।

৮. اتجاهات التفسير ومناهج المفسرين في العصر الحديث، الدكتور فضل حسن عباس.

৯. يتيمة البيان في شيء من علوم القرآن، العلامة محمد يوسف البنوري (১৩২৬هـ১৩৯৭-هـ)

১০. علوم القرآن، شيخ الإسلام حضرت مولانا  مفتي محمد تقي العثماني دامت بركاتهم.

শেষোক্ত কিতাবটির নাম উলূমুল কুরআন হওয়া সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে আমি তা উসূলে তাফসীরের কিতাবসমূহের মধ্যে উল্লেখ করেছি।

সমকালীন আলেমগণের মধ্যে শায়েখ খালেদ ইবনে উসমান আসসাবত-

قواعد التفسير : جمعا ودراسة.

-নামে দুই খণ্ডে একটি কিতাব রচনা করেছেন। এতে জমা করার কাজ তো মাশাআল্লাহ সামগ্রিকভাবে ভালো হয়েছে; তবে তাহকীক ও তানকীহের অভাব আছে। বিশেষত মুতাশাবিহ সংক্রান্ত আলোচনায় অনেক ত্রুটি রয়ে গেছে।

আজকাল এই মসিবত ব্যাপক হয়ে গেছে যে, কুরআন বোঝার নিআমত থেকে বঞ্চিত হয়েও মানুষ মুফাসসির হয়ে যায়। কিছু লোককে দেখা যায়, তারা উসূলে তাফসীরের আলোচনা এমনভাবে করে, যেন কিছু মূলনীতি মুখস্থ করে নিলেই তারা মুফাসসির হয়ে যাবে!!

সম্মানিত পাঠকগণের প্রতি অনুরোধ, তারা আলকাউসারের বিশেষ সংখ্যা ‘কুরআনুল কারীম’ থেকে সংশ্লিষ্ট প্রবন্ধসমূহ অবশ্যই পড়বেন। এটা অত্যন্ত জরুরি যে, প্রত্যেকে নিজের সীমার ভেতরে থেকে তাদাব্বুরে কুরআনের দায়িত্ব আদায় করবেন। সীমা অতিক্রম করা বিশেষত কুরআনে কারীমের ক্ষেত্রে একদম নাজায়েয।

আল্লাহ তাআলা আমাদেরকে তাজবীদের সঙ্গে কুরআন তিলাওয়াত করার ও কুরআনের হুকুম-আহকাম নিজেদের জীবনে বাস্তবায়িত করার তাওফীক দান করুন- আমীন।

-বান্দা মুহাম্মাদ আবদুল মালেক

১৭-০৩-১৪৪৩ হিজরী