‘ফ্যাসিস্ট–চাঁদাবাজ তৈরি হয়, এমন নির্বাচন চাই না’ — চরমোনাই পীর

“ভোট ডাকাত-মাফিয়া তৈরি হয়, এমন নির্বাচন চাই না”—চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘যে নির্বাচনব্যবস্থা ফ্যাসিস্ট, খুনি ও চাঁদাবাজদের তৈরি করে, সেই পদ্ধতির নির্বাচন আমরা বাংলাদেশে দেখতে চাই না।’
আজ শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাইয়ের শিক্ষা: নীরবতা মানে গোলামি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনায় রেজাউল করীম বলেন, ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতির নির্বাচন আসলেই কিছু গোষ্ঠী ভয় পায়। কারণ, এই পদ্ধতি চালু হলে দলীয় দখলদারি, ভোট লুট, চাঁদাবাজি ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়ে যাবে। অথচ যারা এর বিরোধিতা করে, তারা আজও যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে উঠেছে। অথচ আমরা সংগ্রাম করছি ইসলাম, দেশ ও মানবতার পক্ষে। আমরা রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার চাই।’
আলোচনা সভায় ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেন, ‘দেশে যদি PR পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে রাজনৈতিক সন্ত্রাস, চাঁদাবাজি ও ভোট ডাকাতির অবসান ঘটবে। তবে কিছু দল এই পদ্ধতির বিরোধিতা করছে, কারণ তারা জানে এতে তাদের দুর্নীতির সুযোগ বন্ধ হয়ে যাবে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইউসুফ আহমাদ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান।