ওপেনিংয়ে নেমে সাকিব ঝলক, ব্যাটে ২৯ রান–১ উইকেট নিয়েও জিতল - মায়ামি ব্লেজ

ব্যাটে ২৯ রান, বল হাতে ১ উইকেট নিয়ে মায়ামি ব্লেজের জয় নিশ্চিত করেন সাকিব আল হাসান।
কেইম্যান দ্বীপপুঞ্জে চলমান ম্যাক্স৬০ ক্যারিবিয়ান টি–টেন লিগে ব্যাটে-বলে জ্বলে উঠেছেন সাকিব আল হাসান। ওপেনিংয়ে নেমে ১১ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি, পরে বল হাতে নিয়েছেন ১ উইকেট। তাঁর দল মায়ামি ব্লেজ ১৩ রানে হারিয়েছে গ্র্যান্ড কেইম্যান ফ্যালকনসকে।
আজ জিমি পাওয়েল ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৫ উইকেটে ১১০ রান তোলে মায়ামি ব্লেজ। ইনিংসের সূচনা করতে নামেন সাকিব ও শ্রীবাত গোস্বামী। সাকিবের ১১ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা। তাঁর পরেই তিন নম্বরে নামা অ্যাঞ্জেলো পেরেরা খেলেন সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ৫ ওভারে ৫৪ রান তুলেও লক্ষ্য ছোঁয়া হয়নি ফ্যালকনসের। শেষ পর্যন্ত নির্ধারিত ১০ ওভারে তারা করতে পারে ৯৭ রান। বল হাতে সাকিব ২ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
এর আগে গতকাল ফ্লোরিডা লায়নসের বিপক্ষে প্রথম ম্যাচে ২ উইকেট ও ১৩ রান করেছিলেন সাকিব। তবে সেই ম্যাচে হেরেছিল তাঁর দল।
৭ দলের এই টুর্নামেন্টে তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত এগিয়ে মায়ামি ব্লেজ। সমান পয়েন্ট রয়েছে আরও চার দলের।